Tuesday, September 13, 2016

কম্পিউটারের পারঙ্গমতা

● কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হলো – দ্রুতগতি, বিশ্বাসযোগ্যতা, সূক্ষতা, ক্লান্তিহীনতা।
● কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হলো – কম্পিউটার দ্রুত নির্ভূলভাবে পুনরাবৃত্তিমূলক কাজ করতে পারে।
● কম্পিউটার এমন একটি মেশিন যা প্রদত্ত তথ্য বা উপাত্ত ঠিক থাকলে সঠিক থাকলে সঠিক ফলাফল দেয় ১০০ ভাগ।
● পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিষ্ফোরণ পর্যবেক্ষণ ব্যবহার করা হয় – সুপার কস্পিউটার।
● কম্পিউটারের কাজ ভুল ফলাফল দেওয়াকে বলে – GIGO
● GIGO এর পূর্ণরূপ – Garbage In Garbage.
● কম্পিউটারের গতিকে তুলনা করা হয় – বিদ্যুৎ গতির সাথে।
● কম্পিউটারের পারফরম্যান্স বলতে মুলত বুঝানো হয় – কম্পিউটারের দ্রুত গতিকে।
● কম্পিউটার সেকেন্ডে যোগ করতে পারে – দুই কোটি পর্যন্ত।
● কম্পিউটার একটি কাজ বা নির্দেশ সম্পন্ন করতে সময় নেয় – ১ ন্যানো সেকেন্ড।
● ১ ন্যানো সেকেন্ড হচ্ছে – ১ সেকেন্ডের ১ শত কোটি ভাগের ১ ভাগ।
● কম্পিউটার একটি – হিসাবযন্ত্র।
● কম্পিউটারের গতি প্রকাশ করা হয় – ন্যানো সেকেন্ড দ্বারা।
● যে কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক – পুনরাবৃত্তিমূলক কাজ।
● কম্পিউটার প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে – লুপিং।

No comments:

Post a Comment