Monday, September 12, 2016

মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সাধারণ ধারণা

● নীতিবিদ্যার তাত্ত্বিক ও বিশ্লেষণ অংশকে নীতিবিদ্যার যে অংশে অালোচনা করা হয় – পরানীতিবিদ্যা অংশ।
● পরানীতিবিদ্যার ইংরেজী প্রতিশব্দ – Meta ethics
● পরানীতিবিদ্যার সূচনাকারী – জি. ই. ম্যূর।
● Modern Moral Philosophy গ্রন্থটির রচয়িতা – W D Hudson
● জি ই ম্যূর তার গ্রন্থে পরানীতিবিদ্যা অালোচনা করে – Principa Ethica
● পরানীতিবিদ্যার প্রধান কাজ – নৈতিক উক্তি বা ধারণার ব্যাখ্যা ও ভাষাগত বিশ্লেষণসহ নৈতিক পদের সাথে নৈতিক বচন বা সিদ্ধান্তের যৌক্তিকতা নিরূপণ করা।
● নীতিবিদ্যার অাদর্শিক ভিত্তি – সমাজ।
● নীতিবিদ্যার মূলধারা – ৪ টি।
● পরানীতিবিদ্যার অালোচ্য বিষয় – নৈতিক ভাষার অর্থ ও যুক্তি।
● নৈতিক অবধারণের মূল ভিত্তি – সমাজ
● নীতিবিজ্ঞান হলো – মানুষের অাচারণ বা ঐচ্ছিক ক্রিয়ার নৈতিক মূল্য বিচার করে যে বিজ্ঞান।
● নীতিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ – Ethica
● উৎপত্তিগত অর্থে নীতিবিজ্ঞান হলো – মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান।
● সততা হলো – নৈতিক নিয়মানুযায়ী কর্তব্য করার যে মানসিক প্রবণতা বা বাসনা।
● নৈতিক বিচার একটি মানসিক প্রক্রিয়া – যার দ্বারা একটা কাজ ভালো কি মন্দ নির্ধারণ করা হয় এবং ভাষার মাধ্যমে তা প্রকাশ করা হয়।
● Johannesburg Plan of Implementation সুশাসনের সাথে কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় – টেকসই উন্নয়ন।
● ‘সুশাসন’ শব্দটির সর্বপ্রথম সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করে – বিশ্বব্যাংক।
● মূল্যবোধ সুরক্ষার উদ্দেশ্যে যে শিক্ষার অায়োজন করা হয় তাই – মুল্যবোধ শিক্ষা
● মূল্যবোধ শিক্ষার ধারণা মানব মনে যে দিকটির উদ্ভব ঘটায় – বিবেকবোধ
● নৈতিক চেতনার ধারণা অাসে – দৈনন্দিন কাজের মাধ্যমে।
● মূল্যবোধ শিক্ষা অর্জনকারী ব্যক্তি হয় – সহনশীল, বিবেকসম্পন্ন, শৃঙ্খলিত।
● মূল্যবোধ শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন – পরিবারিক শিক্ষা।
● সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য – সহনশীলতা।
● সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি – সহনশীলতা।
● মূল্যবোধ বলতে বোঝায় – মানুষের অাচার অাচারণ নিয়ন্ত্রণের মানদণ্ড।
● মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে যে ধরণের বিশেষ ভূমিকা পালন করে – গাইডলাইন।

No comments:

Post a Comment