eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

পদার্থের জৈবিক ধর্ম

● উদ্ভিদ ও প্রাণীদেহে পুষ্টির প্রয়োজন – প্রোটিন যা একটি নাইট্রোজেন ঘটিত পদার্থ।
● প্রোটিনের মূল উপাতান হলো – নাইট্রোজেন।
● পৃথিবীর বায়ুমন্ডলের ওজোন স্তরকে নষ্ট করে – নাইট্রিক অক্সাইড।
● বিশুদ্ধ পানির অপর নাম – জীবন।
● পানি গঠনের মূল উপাদান – হাইড্রোজেন ও অক্সিজেন।
● উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজন – কার্বন-ডাই অক্সাইড ও পানি।
● মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন অাসে – সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়।
● কার্বন চক্র, নাইট্রোজেন চক্র ও পানি চক্র ক্ষতিক্রস্থ হচ্ছে – জনসংখ্যা বৃদ্ধির ফলে।
● অামিষের। মৌলিক উপাদান – চারটি। যথা : কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন।
● অামিষ হলো – অ্যামিনো এসিডের জটিল যৌগ।
● রক্তের হিমোগ্লোবিন – অামিষ জাতীয় পদার্থ।
● হরমোন – অামিষ দ্বারা তৈরি।
● শর্করা জাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত – ১:২:১।
● কোষ্ঠকাঠিন্য দূর করে – সেলুলোজ কার্বোহাইড্রেট।
● দেহের জ্বালালি রূপে কাজ নরে – কার্বোহাইড্রেট।
● গ্লুকোজের রাসায়নিক সংকেত – C6H12O6
● লিপিড পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রবাকে দ্রবণীয়।
● লিপিডের রাসায়নিক গঠন হলো – গ্লিসারাইড (গ্লিসারিন ও ফ্যাটি এসিডের এস্টার)
● কোলেস্টেরল হচ্ছে এক ধরণের – স্নেহ জাতীয় পদার্থ।
● মানবদেহে সর্বাধিক প্রয়োজনীয় খনিজ লবণ – সোডিয়াম।
● মানবদেহে সর্বাধিক ফসফেট অাছে – অস্থিতে।
● হৃৎপিন্ডের স্বাভাবিক সংকোচন প্রসারণ অব্যাহত রাখে – ক্যালসিয়াম।
● কলায় পাওয়া যায় – লৌহ ও ক্যালসিয়াম।
● দাতের ক্ষয়রোধ করে – ক্লোরাইড।
● অায়োডিন প্রচুর পরিমাণে পাওয়া যায় – সামুদ্রিক শৈবালে।
● প্রয়োজনীয় খনিজ লবণের প্রায় ৭৫% হলো – ক্যালসিয়াম ও ফসফরাস।
● তাপমাত্রা নির্ণয় করতে থার্মোমিটার দেহের সংস্পর্শে রাখতে হয় – ৩০-৩৫ সেকেন্ড।
● কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান – পলিইউরিমেন।
● পিত্তপাথর গলাতে ব্যবহৃত হয় – রেডিও অাইসোটোপ।
● লৌহের অভাবে যে রোগ হয় – অ্যানিমিয়া
● খিঁচুনি হয় – ক্যালসিয়ামের অভাবে।
● ‘ডিম্বাণু থেকেই সকল জীবনের সূত্রপাত হয়’ মতবাদটি – উইলিয়াম হার্ভের।
● পাখিকে মহিমান্বিত সরীসৃপ বলে উল্লেভ করেন – হাক্সলি।
● চিকিৎসা শাস্ত্রের ‘অালকানুন’ নামক বইটি লিখেছেন – ইবনে সিনা।
● জীবনের উদ্ভব সম্পর্কে এখন পর্যন্ত গ্রহণযোগ্য মতবাদ – ওপারিনের।
● জীববিজ্ঞানীগণ জীবনের প্রথম অণু বলে থাকেন – অ্যামাইনো এসিডকে।
● প্রাণীদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং রেচন প্রক্রিয়ায় সুস্পষ্ট ধারণা দেন – বিজ্ঞানী উইলিয়াম হার্ভে।
● ব্যাকটেরিয়ার কোষে প্রাচীর গঠিত – প্রোটিন ও লিপিড দিয়ে।
● একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের – ৪৫%-৬০%।
● দেহাভ্যন্তরে কোনো রাসায়নিক ক্রিয়া চলতে পারে না – পানি ছাড়া।
● গরু, ছাগল, মহিষ ইত্যাদি হজম করতে পারলেও মানুষ হজম করতে পারে না – সেলুলোজ।
● জীবদেহের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি তাই পানিকে বলা হয় – ফ্লুইড অব লাইফ।
● উদ্ভিদ সম্মিলিতভাবে শোষণ কাজ সম্পাদন করে – ৩ টি প্রক্রিয়ায়। যথা : ইমবাইবিশন, ব্যাপন, অভিস্রবণ।
● যে প্রক্রিয়ায় মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে বলে – ব্যাপন।
● উদ্ভিদের ব্যাপন একটি – ভৌতপ্রক্রিয়া।
● উদ্ভিদ মাটির কৈশিক পানি শোষণ করে – মূলরোমের মাধ্যমে।
● Biology শব্দটির প্রবর্তক – ফরাসী বিজ্ঞানী ল্যামার্ক।
● জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা – উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান।
● ‘জীব থেকেই জীবের উৎপত্তি হয়’ – এ সম্পর্কে অালোকপাত করেন – লুই পাস্তুর।
● ‘অরিজিন অব স্পেসিস’ গ্রন্থের লেখক চার্লস ডারউইনকে বলা হয় – বিবর্তনবাদের জনক।
● ‘বংশগতিবিদ্যার জনক মেন্ডেল একজন – ধর্মযাজক
● ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর প্রবর্তক – ওয়াটসন ও ক্রীক।
● গাছের প্রমাণ অাছে প্রমাণ করেছেন – স্যার জগদীশ চন্দ্র বসু।
● বাংলাদেশের বিজ্ঞানী ড. অাব্দুল্লাহ অাল মুতী লাভ করেন – কলিঙ্গ পুরস্কার।
● Species Plantarum এবং System of Nature বইয়ের রচয়িতা – ক্যারোলাস লিনিয়াস।
● Bengal Plants বইটির রচয়িতা – ডেভিট প্রেইন।
● ICBN এর পূর্ণরুপ – International Code of Botanical Nomenclature.

No comments:

Post a Comment