Wednesday, September 14, 2016

এপ্রিল-২০১৫

➺ বর্তমানে বাংলাদেশে কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে?
উত্তর: ১৪৫ টি
➺ দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: দর্শনা, চুয়াডাঙ্গা।
➺ দেশের একমাত্র জৈব সার কারখানার যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১৭ এপ্রিল ২০১৫
➺ ফরমালিন নিয়ন্ত্রণ অাইন ২০১৫ কবে থেকে কার্যকর হয়?
উত্তর: ৫ এপ্রিল ২০১৫
➺ নতুন উপজেলা গঠনের নূন্যতম কতটি ইউনিয়ন থাকতে হবে?
উত্তর: পৌরসভা থাকলে ৭ টি অার না থাকলে ৮ টি ইউরিয়ন।
➺ নতুন উপজেলা গঠনের জন্য অায়তন কত হবে?
উত্তর: নূন্যতম ৩০০ বর্গকিলোমিটার
➺ বর্তমানে বাংলাদেশ বিমানে অভ্যন্তরীণ রুট কতটি?
উত্তর: ৭ টি
➺ বাংলাদেশে প্রথম LEED প্লাটিনাম সনদ পাওয়া প্রথম পোশাক কারখানা কোনটি?
উত্তর: ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড, ঈশ্বরদী ইপিজেড।
➺ NSSS এর পূর্ণরূপ কি?
উত্তর: National Social Security Strategy
➺ যুব সংগঠন অাইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর: ৩০ মার্চ ২০১৫
➺ ২০১৫ সালের ব্রিটিশ অাইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশি অংশগ্রহণ করে?
উত্তর: ১১ জন।
➺ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অালোচনার লক্ষ্যে গঠিত গ্রুপের নাম কি?
উত্তর: P5+1
➺ P5+1 এর পূর্ব নাম কি?
উত্তর: EU3
➺ P5+1 এর নামকরণ করা হয় কবে?
উত্তর: ২০০৬ সালে
➺ ব্রিটিশ অাইনসভার নিম্নকক্ষ হাইস অব কমন্সের অাসন সংখ্যা কত?
উত্তর: ৬৫০ টি
➺ বর্তমান বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি?
উত্তর: পেট্রোচায়না
➺ পিস পাইপলাইনের সাথে সংশ্লিষ্ট দেশ-
উত্তর: ইরান-পাকিস্তান
➺ ৫ এপ্রিল ২০১৫ কোন দেশ পিতৃত্বকালীন ছুটি চালু করে?
উত্তর: যুক্তরাজ্য
➺ বিতর্কিত স্প্রাটলি দ্বীপপুঞ্জে কোন দেশ কংক্রিটের রানওয়ে নির্মাণ করেছে?
উত্তর: চীন
➺ রাফায়েল যুদ্ধবিমান কোন দেশভিত্তিক?
উত্তর: ফ্রান্স
➺ “দি টিন ড্রাম” উপন্যাসের লেখক কে?
উত্তর: গুন্টার গ্রাস
➺ নামিবিয়ার প্রথম নারী প্রধানম্নত্রী কে?
উত্তর: সারা কুগনজেলা
➺ নাইজেরিয়ার বর্তমান পেসিডেন্ট কে?
উত্তর: মুহামদু বুহারি
➺ জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে মোট শান্তিরক্ষা মিশন কতটি?
উত্তর : ৬৯ টি
➺ বর্তমানে কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
উত্তর: ১৬ টি
➺ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণা শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ
➺ শান্তিরক্ষা মিশনে পুলিশ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ
➺ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ
➺ অান্তর্জাতিক টেবিল টেনস কবে?
উত্তর: ৬ এপ্রিল
➺ অান্তর্জাতিক অালোকবর্ষ কোন সাল?
উত্তর: ২০১৫ সাল
➺ বিশ্ব বাণিজ্য সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৬১ টি
➺ ২৬ এপ্রিল কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬১ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: সিসেলেস
➺ স্থায়ী শালিশি অাদালত এর বর্তমান সদস্য কতটি?
উত্তর: ১১৭ টি
➺ ২২ মার্চ ২০১৫ স্থায়ী সালিশি অাদালতের ১১৭ তম সদস্য পদ লাভ করে –
উত্তর: জর্জিয়া
➺ অান্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৪০ টি
➺ ৯ মার্চ ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা এর ১৪০ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: কলম্বিয়া
➺ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী দেশ কতটি?
উত্তর: ১৯০ টি
➺ ১০ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করে?
উত্তর: ২০ মার্চ কোন দেশ CTBT অনুমোদন করে?
উত্তর: অ্যাঙ্গোলা
➺ এ পর্যন্ত কতটি দেশ CTBT অনুমোদন করেছে?
উত্তর: ১৬৪ টি।
➺ ২৩ মার্চ ২০১৫ কোন দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়?
উত্তর: মঙ্গোলিয়া
➺ এ পর্যন্ত কতটি দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়?
উত্তর: ৫২ টি
➺ ১ মার্চ ২০১৫ ইউনিয়ন অব সাউথ অামেরিকান নেশন এর বর্তমান প্রেসিডেন্ট হেসেবে কে দায়িত্ব পালন করেন?
উত্তর: তাবারে ভাজকুয়েজ (উরুগুয়ে)
➺ SDSN এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর: সুইজারল্যান্ড
➺ SDSN এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?
উত্তর: টগো
➺ SDSN এর রিপোর্টে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০৯ তম
➺ বিশ্বের কোন দেশের সামরিক বাহিনীর সদস্য সবচেয়ে বেশি?
উত্তর: চীন
➺ বিশ্বের কোন দেশের সর্বাধিক সাবমেরিন রয়েছে?
উত্তর: যুক্তরাষ্ট্র
➺ মালালা ৩১৬২০১ কি?
উত্তর: মালালা ইউসুফজাই এর নামে নামকরণকৃত গ্রহাণু। এই গ্রহাণুটির অাবিষ্কারক অ্যামি মেইনজার
➺ ১৯৭৯ সালে ইসলামী বিল্পবের পর ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: মারজিয়েহ অাফখাম
➺ মার্কিন যুক্তরাষ্ট্র কবে কিউবাকে সন্ত্রাসবাদে মদদ দাতা অর্থাৎ কালো তালিকাভূক্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
উত্তর: ১৯৮২ সালে।

No comments:

Post a Comment