eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা – ২০১৫

● বর্তমানে দেশে দারিদ্রতার হার – ২৪.৪৭ শতাংশ।
● বর্তমানে দেশের স্বাক্ষরতার হার – ৬২.৩%
● ২০১৪-২০১৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা – ১৫.৭৯ কোটি।
● জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৬%।
● পুরুষ ও মহিলার অনুপাত – ১০৪.৯ : ১০০
● স্থুল জন্মহার ও মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) – জন্ম ১৮.৯ জন ও মৃত্যু ৫.৩ জন।
● শিশু মৃত্যুহার (প্রতিহাজারে) – ৩৩ জন।
● বাংলাদেশে প্রত্যাশিত গড় অায়ুকাল – ৭০.৭ বছর। (পুরুষ ৬৯.৯ বছর, ৭১.৫ বছর)
● সরকারি হাসপাতালের শয্যা প্রতি জনসংখ্যা – ১৬৫২ জন।
● রেজিস্টার্ড ডাক্তার প্রতি জনসংখ্যা – ২১৬৬ জন।
● বাংলাদেশে সুপেয় পানি গ্রহণকারীর হার – ৯৮.৩%।
● স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর হার – ৬৩.৮০%।
● স্বাক্ষরতার হার (৭ বছর +) – ৬২.৩% (পুরুষ ৬৫% এবং নারী ৫৯.৭%)
● মোট শ্রমশক্তি (১৫ বছর +) – ৬.১ কোটি (পুরুষ ৪.৩ কোটি ও মহিলা ১.৮ কোটি)
● দেশের কৃষিতে নিয়োজিত শ্রমশক্তির শতকরা হার – ৪৫.১%।
● দেশের শিল্পে নিয়োজিত শতকরা হার – ১৭.৬৪%।
● সেবা ক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির শতকরা হার – ৩৫.০৬%।
● দেশে দারিদ্রের ঊর্ধ্বসীমা – ৩১.৫০%।
● দেশে দারিদ্রের নিম্নসীমা – ১৭.৬০%
● ২০১৪-১৫ অর্থবছরে চলতি মূল্যে জিডিপি – ১৫১৩৬০০ কোটি টাকা।
● ২০১৪-১৫ অর্থ বছরে স্থির মূল্যে জিডিপি – ৮২৪৫৩২ টাকা।
● ২০১৪-১৫ অর্থবছর চলতি মূল্যে মাথাপিছু জাতীয় অায় – ১৩১৪ মার্কিন ডলার বা ১০২০২৬ টাকা।
● ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু জিডিপি – ৯৫৮৬৪ টাকা বা ১২৩৫ মার্কিন ডলার।
● ২০১৪-১৫ জিডিপি দেশজ সঞ্চয়ের অবদান – ২২.৩০%।
● ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে জাতীয় সঞ্চয়ের অবদান – ২৯.০১%
● ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে বিনিয়োগের অবদান – ২৮.৮৭%
● ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি অায় – ২২৯০৫ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে অামদানি ব্যয় – ৩৩০৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক মুদ্রার মজুদ – ২৪১৪১ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-২০১৫ অর্থবছরে প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ – ১২৫৫২ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে মোট রাজস্ব অায় – ১৮২৯৫৪ বছর।
● ২০১৪-১৫ অর্থবছরে মোট ব্যায় – ২৫০৫০৬ কোটি টাকা।
● জাতীয় মহাসড়ক – ৩৫৪৪ কিলোমিটার।
● অাঞ্চলিক মহাসড়ক – ৪২৭৮ কিলোমিটার।
● রেলপথ – ২৮৭৭ কিলোমিটার।

No comments:

Post a Comment