eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

গুপ্ত বংশ

◆ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা কে ?
উত্তর: ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত) ।
◆ গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?
উত্তরঃ ৩২০ খ্রিঃ।
◆ গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল?
উত্তরঃ ৩২০-৫৫০ খ্রিঃ
◆ গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল ?
উত্তরঃ দুটি।
◆ গুপ্ত বংশের মধ্যে ¯^vaxb ও শক্তিশালী রাজা কে ছিলেন ?
উত্তরঃ ১ম চন্দ্রগুপ্ত।
◆ ১ম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?
উত্তরঃ রাজাধিরাজ।
◆ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উত্তরঃ সমুদ্রগুপ্ত।
◆ সমূদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহন করেছিল?
উত্তরঃ ৩৩৫ খ্রিঃ।
◆ সমূদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন?
উত্তরঃ ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্তু)।
◆ সমূদ্রগুপ্তের পিতা কে ছিলেন?
উত্তরঃ ১ম চন্দ্রগুপ্ত।
◆ সমুদ্রগুপ্তের মুদ্রার নাম কি ছল?
উত্তর: অশ্বমেধ পরিক্রমা
◆ দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?
উত্তরঃ বিক্রমাদিত্য, সিংহবীর
◆ মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তরঃ ২য় চন্দ্রগুপ্ত।
◆ কালিদাস কোন যুগের কবি?
উত্তরঃ গুপ্ত যুগের কবি
◆ বিক্রমাদিত্য কার উপাধী ছিল?
উত্তরঃ ২য় চন্দ্রগুপ্ত।
◆ ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল?
উত্তরঃ ৩৮০-৪১৩ খ্রিঃ
◆ অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি?
উত্তরঃ গুপ্তযুগের।
◆ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তরঃ সমুদ্রগুপ্ত
◆ গুপ্ত বংশের কোন সম্রাটকে
ভারতীয় নেপোলিয়ন বলা হত ?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে।
◆ সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?
উত্তরঃ ফা-ইয়েন।
◆ ফা -হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন ?
উত্তরঃ ২য় চন্দ্রগুপ্ত।
◆ ফা -হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল?
উত্তরঃ বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা।
◆ ফা -হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন?
উত্তরঃ তিন বছর।
◆ গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন?
উত্তরঃ স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।
◆ কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন?
উত্তরঃ খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।
◆ গুপ্তবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়)
উত্তরঃ শ্রীগুপ্ত → ঘটোৎকচ → প্রথম চন্দ্রগুপ্ত → নিশামুসগুপ্ত → সমুদ্রগুপ্ত → রামগুপ্ত → দ্বিতীয় চন্দ্রগুপ্ত → প্রথম কুমারগুপ্ত → স্কন্ধগুপ্ত → পুরুগুপ্ত → দ্বিতীয় কুমারগুপ্ত → বুদ্ধগুপ্ত → নরসিংহগুপ্ত বালাদিত্য → তৃতীয় কুমারগুপ্ত → বিষ্ণুগুপ্ত → বৈন্যগুপ্ত → ভানুগুপ্ত

No comments:

Post a Comment