eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

মে-২০১৫

➺ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
➺ ২০১৫ সালের ব্রিটিশ অাইনসভা নির্বাচনে কোন বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হন?
উত্তর: রুশনারা, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুপা অাশা হক।
➺ বাংলাদেশ উপহার দেওয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজের নাম কি?
উত্তর: বিএনএস সমুদ্র অভিযান।
➺ বাংলাদেশকে উপহার দেয়া প্রথম জাহাজের নাম কি?
উত্তর: বিএনএস সমুদ্র জয়
➺ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বাংলাতেশ কোন কনসোর্টিয়ামের সাথে যুক্ত হচ্ছে?
উত্তর: SMW-5
➺ বাংলাদেশের প্রথম সাব মেরিন ক্যাবল কনসোর্টিয়ামেরর নাম কি?
উত্তর: SMW-4
➺ বাংলাদেশ থেকে প্রথম কাকড়া রপ্তানি শুরু হয় –
উত্তর: ১৯৭৭ সালে।
➺ প্রস্তাবিত খানজাহান অালী বিমানবন্দর নির্মিত হবে কোথায়?
উত্তর: রামপাল, বাগেরহাট
➺ ২৮ এপ্রিল ২০১৫ উদ্ভিদের জন্য হাসপাতাল তৈরি হয় কোথায়?
উত্তর: মধুপুর, টাঙ্গাইল।
➺ বর্তমানে বানিজ্যিক কার্যক্রমে চলছে এমন বেসরকারি এফএম রেডিও কতটি?
উত্তর: ১২ টি।
➺ ৬ মে ২০১৫ দেশের ১২ তম বেসরকারি এফএম রেডিও হিসেবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে –
উত্তর: রেডিও নেক্সট
➺ সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?
উত্তর: ৪৮ টি।
➺ বাংলাদেশ কবে LDC এর তালিকাভূক্ত হয়?
উত্তর: ১৯৭৫ সালে।
➺ ৭ মে ২০১৫ অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা দেশের ১৯ তম প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নাম কি?
উত্তর: বাঘা জাদুঘর, রাজশাহী।
➺ বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৬ মে ১৯৭৪
➺ বাংলাদেশ জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তর: ২৩ নভেম্বর ১৯৭৪
➺ বাংলাদেশ সংবিধান কততম সংশোধনীর মাধ্যমে স্থল সীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর: তৃতীয়
➺ ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় কবে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর: ৭ মে ২০১৫
➺ ভারতের অাইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তর: ৬ মে ২০১৫
➺ ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর: ১০০ তম।
➺ বাংলাদেশে ভারতের ছিটমহল কতটি?
উত্তর: ১১১ টি।

➺ ভারতে বাংলাদেশের ছিটমহল কতটি?
উত্তর: ৫১ টি।
➺ ১৩ মে ২০১৫ কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেয়?
উত্তর: ভ্যাটিকান
➺ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া স্বাধীন দেশের সংখ্যা কতটি?
উত্তর: ১৩৬ টি।
➺ বিশ্বব্যাংক ঋণ প্রদানের লক্ষ্যে সংস্থাটির সদস্য দেশগুলোকে কতটি ভাগে ভাগ করে?
উত্তর: ৪ টি
➺ জাতিসংঘ প্রথম স্বল্পোন্নত দেশLDC এর তালিকা প্রকাশ করে কবে?
উত্তর: ১৮ নভেম্বর ১৯৭১
➺ বিশ্ব পরিমাপ দিবস কবে?
উত্তর: ২০ মে।
➺ মার্কিন সামরিক বাহিনীর পরবর্তী প্রধান কে?
উত্তর: জেনারেল যোশেফ ডানফোর্ড
➺ প্রাচীন নগরী পলমিরা কোন দেশে অবস্থিত?
উত্তর: সিরিয়া
➺ দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তর: হুয়াং কিউ এন
➺ বালুর ভেনিস বা মরুভূমির মুক্তা নামে খ্যাত কোন প্রাচীন শহর?
উত্তর: পলমিরা, সিরিয়া।
➺ BRICS জোট গঠিত New Development Bank এর প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর: কে ভি কামাথ (ভারত)
➺ অাফ্রিকান উন্নয়ন ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৮০ টি
➺ অাফ্রিকান উন্নয়ন ব্যাংক এর ৮০ তম সদস্য দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান।
➺ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘জনকের মুখ’ কোন ধরণের গ্রন্থ?
উত্তর: ছোটগল্প সংকলন
➺ হাঙ্গেরীয় কল্পলেখক লাসলো ক্রাসনাহরকাই রচিত প্রথম উপন্যাসের নাম কি?
উত্তর: সাতানতাংগো।
➺ সার্ক সাংস্কৃতিক ঐতিহ্য বছর কোনটি?
উত্তর: ২০১৬ সাল
➺ উইমেন অব অালজিয়ার্স চিত্রকর্মের চিত্রকর কে?
উত্তর: পাবলো পিকাসো (স্পেন)
➺ ২০১৫ সালের মাতৃসূচকে সবচেয়ে ভালো দেশ হলো –
উত্তর: নরওয়ে
➺ ২০১৫ সালের মাতৃসূচকে সবচেয়ে খারাপ দেশ হলো –
উত্তর: সোমালিয়া
➺ ২০১৫ সালের মাতৃসুচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৩০ তম।
➺ ২০১৫ সালের বিশ্ব গণমাধ্যমে স্বাধীনতা সুচকে ভালো দেশ হলো –
উত্তর: ফিনল্যান্ড
➺ ২০১৫ সালের বিশ্ব গণমাধ্যমে স্বাধীনতা সূচকে সবচেয়ে খারাপ দেশ হলো –
উত্তর: ইরিত্রিয়া
➺ ফোবার্সের তালিকা অনুযায়ী ২০১৫ সালে বিশ্বে শীর্ষ প্রভাবশালী নারী কে?
উত্তর: অ্যাঞ্জেলো মার্কেল
➺ ভারতের পশ্চিবঙ্গ সরকারের সর্বোচ্চ বেসামরিক ‘বঙ্গবিভূষণ’ লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর: ফিরোজা বেগম

➺ ২০১৫ সালে ষষ্ঠ ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরষ্কার লাভ করেন –
উত্তর: লাসলো ক্রাসনাহরকাই (হাঙ্গেরি)
➺ বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে?
উত্তর: তামিম ইকবাল
➺ দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন কে?
উত্তর : তামিম ইকবাল
➺ টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরিয়ান কে?
উত্তর: তামিম ইকবাল।
➺ ২০১৪-২০১৫ অর্থবছরে মাথাপিছু অায় কত?
উত্তর: ১৩১৪ মার্কিন ডলার।
➺ ২০১৪-২০১৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কত?
উত্তর: ৬.৫১%
➺ বিশ্বে বাংলাদেশের অর্থনীতি কততম?
উত্তর: নমিনাল মূল্যের ভিত্তিতে ৫৮ তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩৬ তম।
➺ ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতামূলক রিপোর্টে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১২৭ তম।
➺ EIU এর রিপোর্ট অনুযায়ী, বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় নিকৃষ্টের দিক দিয়ে ঢাকার অবস্থান কত?
উত্তর: দ্বিতীয়।
➺ মধ্যম অায়ের দেশে পরিণত লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে?
উত্তর: ২০২১ সালের
➺ ‘সবার জন্য বিদ্যুৎ’ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে?
উত্তর: ২০২১ সালের
➺ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য কি নামে কোম্পানী হচ্ছে?
উত্তর: নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ।
➺ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: অধ্যাপক অাব্দুল মান্নান
➺ দেশের ৩৮ তম প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কোনটি?
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ।
➺ রম্য লেখক সৈয়দ মুজতবা অালী রচিত ভ্রমণকাহিনী ‘দেশে বিদেশে’র ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি?
উত্তর: In a Land far from Home : A Bengali in Afghanistan.
➺ বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘শিল্পাঞ্চল পুলিশ’ নামে পুলিশ ইউনিট গঠন করা হয় কবে?
উত্তর: ৩০ মার্চ ২০১৫
➺ বাংলাদেশ পুলিশ বাহিনীতে পৃথক তদন্ত ইউনিট (PBI) নামে পুলিশ ইউনিট গঠন করা হয় কবে?
উত্তর: ৩০ মার্চ ২০১৫
➺ ‘পরিবার’ ভাষ্কর্যের স্থপতি কে?
উত্তর: নাভেরা অাহমেদ
➺ ঢাকা-গোহাটি রুটে পরীক্ষামুলক বাস সার্ভিস চালু হয় কবে?
উত্তর: ২২ মে ২০১৫
➺ বাংলাদেশ ভারতের মধ্যে প্রথম বাস সার্ভিস চালু হয় কবে?
উত্তর: ২২ সেপ্টেম্বর ১৯৯৯
➺ ঢাকা অাগরতলা বাস সার্ভিস চালু হয় কবে?
উত্তর: ২২ সেপ্টেম্বর ২০০৩
➺ বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি অামদানীতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বেলজিয়াম
➺ ‘মংলা অর্থনৈতিক অঞ্চল’ ঘোষণা করা হয় কবে?
উত্তর: ১৭ মে ২০১৫
➺ মংলা অর্থনৈতিক অঞ্চলের অায়তন কত?
উত্তর: ২০৫ একর।
➺ সয়াপণ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
➺ স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার সরকারি বাসভবনের নাম কি?
উত্তর: বিউটি হাউস
➺ চাণক্য ও দৌবারিক ছদ্মনামে পরিচিত ছিলেন কোন সাংবাদিক?
উত্তর: অমিতাভ চৌধুরী
➺ মার্কিন মহাকাশ সংস্থা এর অনুসন্ধানী অনুযায়ী নভোযান ম্যাসেঞ্জার কবে বুধ গ্রহে উৎক্ষেপণ করা হয়?
উত্তর: ৩ অাগস্ট ২০০৪
➺ জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ম্যাসেঞ্জার নভোযানটি বিধ্বস্ত হয় কবে?
উত্তর: ৩০ এপ্রিল ২০১৫
➺বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট এর নতুন ব্রাউজারের নাম কি?
উত্তর: মাইক্রোসফট এজ
➺ কালো চায়ের বৃহত্তম নিলাম অনুষ্ঠান হয় কোথায়?
উত্তর: মোম্বাসা, কেনিয়া।
➺ বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: ওয়ালমার্ট, যুক্তরাষ্ট্র
➺ বিশ্বের কতটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি রয়েছে?
উত্তর: ৮০০ টি
➺ কোন যন্ত্রটি দিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টি রহস্য উন্মোচনের লক্ষ্যে মৌলিক কণিকাগুলো বিশ্লেষণ করেছেন?
উত্তর: Large Hadron Collider (LHC)
➺ অর্গানাইজেশন অব অামেরিকান স্টেটস এর বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তর: লুইস লিওনার্দো অাল মাজরো লেমসে।
➺ বিশ্বের প্রাচীনতম মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: কাঠমুন্ডু নেপাল। এর নাম স্বয়ম্ভুনাথ স্তূপা। এটি বানর মন্দির নামেও পরিচিত।
➺ EIU এর রিপোর্ট অনুযায়ী, বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় নিকৃষ্টের দিক দিয়ে শীর্ষ শহর কোনটি?
উত্তর: দামেস্ক, সিরিয়া।
➺ EIU এর রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় সবচেয়ে ভালো শহর কোনটি?
উত্তর: মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
➺ যুক্তরাজ্যের৫৬ তম অাইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ মে ২০১৫।

No comments:

Post a Comment