➺ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
➺ ২০১৫ সালের ব্রিটিশ অাইনসভা নির্বাচনে কোন বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হন?
উত্তর: রুশনারা, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুপা অাশা হক।
➺ বাংলাদেশ উপহার দেওয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজের নাম কি?
উত্তর: বিএনএস সমুদ্র অভিযান।
➺ বাংলাদেশকে উপহার দেয়া প্রথম জাহাজের নাম কি?
উত্তর: বিএনএস সমুদ্র জয়
➺ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বাংলাতেশ কোন কনসোর্টিয়ামের সাথে যুক্ত হচ্ছে?
উত্তর: SMW-5
➺ বাংলাদেশের প্রথম সাব মেরিন ক্যাবল কনসোর্টিয়ামেরর নাম কি?
উত্তর: SMW-4
➺ বাংলাদেশ থেকে প্রথম কাকড়া রপ্তানি শুরু হয় –
উত্তর: ১৯৭৭ সালে।
➺ প্রস্তাবিত খানজাহান অালী বিমানবন্দর নির্মিত হবে কোথায়?
উত্তর: রামপাল, বাগেরহাট
➺ ২৮ এপ্রিল ২০১৫ উদ্ভিদের জন্য হাসপাতাল তৈরি হয় কোথায়?
উত্তর: মধুপুর, টাঙ্গাইল।
➺ বর্তমানে বানিজ্যিক কার্যক্রমে চলছে এমন বেসরকারি এফএম রেডিও কতটি?
উত্তর: ১২ টি।
➺ ৬ মে ২০১৫ দেশের ১২ তম বেসরকারি এফএম রেডিও হিসেবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে –
উত্তর: রেডিও নেক্সট
➺ সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?
উত্তর: ৪৮ টি।
➺ বাংলাদেশ কবে LDC এর তালিকাভূক্ত হয়?
উত্তর: ১৯৭৫ সালে।
➺ ৭ মে ২০১৫ অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা দেশের ১৯ তম প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নাম কি?
উত্তর: বাঘা জাদুঘর, রাজশাহী।
➺ বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৬ মে ১৯৭৪
➺ বাংলাদেশ জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তর: ২৩ নভেম্বর ১৯৭৪
➺ বাংলাদেশ সংবিধান কততম সংশোধনীর মাধ্যমে স্থল সীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর: তৃতীয়
➺ ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় কবে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর: ৭ মে ২০১৫
➺ ভারতের অাইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তর: ৬ মে ২০১৫
➺ ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর: ১০০ তম।
➺ বাংলাদেশে ভারতের ছিটমহল কতটি?
উত্তর: ১১১ টি।
➺ ভারতে বাংলাদেশের ছিটমহল কতটি?
উত্তর: ৫১ টি।
➺ ১৩ মে ২০১৫ কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেয়?
উত্তর: ভ্যাটিকান
➺ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া স্বাধীন দেশের সংখ্যা কতটি?
উত্তর: ১৩৬ টি।
➺ বিশ্বব্যাংক ঋণ প্রদানের লক্ষ্যে সংস্থাটির সদস্য দেশগুলোকে কতটি ভাগে ভাগ করে?
উত্তর: ৪ টি
➺ জাতিসংঘ প্রথম স্বল্পোন্নত দেশLDC এর তালিকা প্রকাশ করে কবে?
উত্তর: ১৮ নভেম্বর ১৯৭১
➺ বিশ্ব পরিমাপ দিবস কবে?
উত্তর: ২০ মে।
➺ মার্কিন সামরিক বাহিনীর পরবর্তী প্রধান কে?
উত্তর: জেনারেল যোশেফ ডানফোর্ড
➺ প্রাচীন নগরী পলমিরা কোন দেশে অবস্থিত?
উত্তর: সিরিয়া
➺ দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তর: হুয়াং কিউ এন
➺ বালুর ভেনিস বা মরুভূমির মুক্তা নামে খ্যাত কোন প্রাচীন শহর?
উত্তর: পলমিরা, সিরিয়া।
➺ BRICS জোট গঠিত New Development Bank এর প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর: কে ভি কামাথ (ভারত)
➺ অাফ্রিকান উন্নয়ন ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৮০ টি
➺ অাফ্রিকান উন্নয়ন ব্যাংক এর ৮০ তম সদস্য দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান।
➺ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘জনকের মুখ’ কোন ধরণের গ্রন্থ?
উত্তর: ছোটগল্প সংকলন
➺ হাঙ্গেরীয় কল্পলেখক লাসলো ক্রাসনাহরকাই রচিত প্রথম উপন্যাসের নাম কি?
উত্তর: সাতানতাংগো।
➺ সার্ক সাংস্কৃতিক ঐতিহ্য বছর কোনটি?
উত্তর: ২০১৬ সাল
➺ উইমেন অব অালজিয়ার্স চিত্রকর্মের চিত্রকর কে?
উত্তর: পাবলো পিকাসো (স্পেন)
➺ ২০১৫ সালের মাতৃসূচকে সবচেয়ে ভালো দেশ হলো –
উত্তর: নরওয়ে
➺ ২০১৫ সালের মাতৃসূচকে সবচেয়ে খারাপ দেশ হলো –
উত্তর: সোমালিয়া
➺ ২০১৫ সালের মাতৃসুচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৩০ তম।
➺ ২০১৫ সালের বিশ্ব গণমাধ্যমে স্বাধীনতা সুচকে ভালো দেশ হলো –
উত্তর: ফিনল্যান্ড
➺ ২০১৫ সালের বিশ্ব গণমাধ্যমে স্বাধীনতা সূচকে সবচেয়ে খারাপ দেশ হলো –
উত্তর: ইরিত্রিয়া
➺ ফোবার্সের তালিকা অনুযায়ী ২০১৫ সালে বিশ্বে শীর্ষ প্রভাবশালী নারী কে?
উত্তর: অ্যাঞ্জেলো মার্কেল
➺ ভারতের পশ্চিবঙ্গ সরকারের সর্বোচ্চ বেসামরিক ‘বঙ্গবিভূষণ’ লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর: ফিরোজা বেগম
➺ ২০১৫ সালে ষষ্ঠ ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরষ্কার লাভ করেন –
উত্তর: লাসলো ক্রাসনাহরকাই (হাঙ্গেরি)
➺ বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে?
উত্তর: তামিম ইকবাল
➺ দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন কে?
উত্তর : তামিম ইকবাল
➺ টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরিয়ান কে?
উত্তর: তামিম ইকবাল।
➺ ২০১৪-২০১৫ অর্থবছরে মাথাপিছু অায় কত?
উত্তর: ১৩১৪ মার্কিন ডলার।
➺ ২০১৪-২০১৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কত?
উত্তর: ৬.৫১%
➺ বিশ্বে বাংলাদেশের অর্থনীতি কততম?
উত্তর: নমিনাল মূল্যের ভিত্তিতে ৫৮ তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩৬ তম।
➺ ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতামূলক রিপোর্টে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১২৭ তম।
➺ EIU এর রিপোর্ট অনুযায়ী, বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় নিকৃষ্টের দিক দিয়ে ঢাকার অবস্থান কত?
উত্তর: দ্বিতীয়।
➺ মধ্যম অায়ের দেশে পরিণত লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে?
উত্তর: ২০২১ সালের
➺ ‘সবার জন্য বিদ্যুৎ’ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে?
উত্তর: ২০২১ সালের
➺ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য কি নামে কোম্পানী হচ্ছে?
উত্তর: নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ।
➺ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: অধ্যাপক অাব্দুল মান্নান
➺ দেশের ৩৮ তম প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কোনটি?
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ।
➺ রম্য লেখক সৈয়দ মুজতবা অালী রচিত ভ্রমণকাহিনী ‘দেশে বিদেশে’র ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি?
উত্তর: In a Land far from Home : A Bengali in Afghanistan.
➺ বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘শিল্পাঞ্চল পুলিশ’ নামে পুলিশ ইউনিট গঠন করা হয় কবে?
উত্তর: ৩০ মার্চ ২০১৫
➺ বাংলাদেশ পুলিশ বাহিনীতে পৃথক তদন্ত ইউনিট (PBI) নামে পুলিশ ইউনিট গঠন করা হয় কবে?
উত্তর: ৩০ মার্চ ২০১৫
➺ ‘পরিবার’ ভাষ্কর্যের স্থপতি কে?
উত্তর: নাভেরা অাহমেদ
➺ ঢাকা-গোহাটি রুটে পরীক্ষামুলক বাস সার্ভিস চালু হয় কবে?
উত্তর: ২২ মে ২০১৫
➺ বাংলাদেশ ভারতের মধ্যে প্রথম বাস সার্ভিস চালু হয় কবে?
উত্তর: ২২ সেপ্টেম্বর ১৯৯৯
➺ ঢাকা অাগরতলা বাস সার্ভিস চালু হয় কবে?
উত্তর: ২২ সেপ্টেম্বর ২০০৩
➺ বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি অামদানীতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বেলজিয়াম
➺ ‘মংলা অর্থনৈতিক অঞ্চল’ ঘোষণা করা হয় কবে?
উত্তর: ১৭ মে ২০১৫
➺ মংলা অর্থনৈতিক অঞ্চলের অায়তন কত?
উত্তর: ২০৫ একর।
➺ সয়াপণ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
➺ স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার সরকারি বাসভবনের নাম কি?
উত্তর: বিউটি হাউস
➺ চাণক্য ও দৌবারিক ছদ্মনামে পরিচিত ছিলেন কোন সাংবাদিক?
উত্তর: অমিতাভ চৌধুরী
➺ মার্কিন মহাকাশ সংস্থা এর অনুসন্ধানী অনুযায়ী নভোযান ম্যাসেঞ্জার কবে বুধ গ্রহে উৎক্ষেপণ করা হয়?
উত্তর: ৩ অাগস্ট ২০০৪
➺ জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ম্যাসেঞ্জার নভোযানটি বিধ্বস্ত হয় কবে?
উত্তর: ৩০ এপ্রিল ২০১৫
➺বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট এর নতুন ব্রাউজারের নাম কি?
উত্তর: মাইক্রোসফট এজ
➺ কালো চায়ের বৃহত্তম নিলাম অনুষ্ঠান হয় কোথায়?
উত্তর: মোম্বাসা, কেনিয়া।
➺ বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: ওয়ালমার্ট, যুক্তরাষ্ট্র
➺ বিশ্বের কতটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি রয়েছে?
উত্তর: ৮০০ টি
➺ কোন যন্ত্রটি দিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টি রহস্য উন্মোচনের লক্ষ্যে মৌলিক কণিকাগুলো বিশ্লেষণ করেছেন?
উত্তর: Large Hadron Collider (LHC)
➺ অর্গানাইজেশন অব অামেরিকান স্টেটস এর বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তর: লুইস লিওনার্দো অাল মাজরো লেমসে।
➺ বিশ্বের প্রাচীনতম মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: কাঠমুন্ডু নেপাল। এর নাম স্বয়ম্ভুনাথ স্তূপা। এটি বানর মন্দির নামেও পরিচিত।
➺ EIU এর রিপোর্ট অনুযায়ী, বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় নিকৃষ্টের দিক দিয়ে শীর্ষ শহর কোনটি?
উত্তর: দামেস্ক, সিরিয়া।
➺ EIU এর রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় সবচেয়ে ভালো শহর কোনটি?
উত্তর: মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
➺ যুক্তরাজ্যের৫৬ তম অাইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ মে ২০১৫।


No comments:
Post a Comment