Wednesday, September 14, 2016

বিশ্বের কতিপয় গুরুত্বপূর্ণ অঞ্চল

✠ সেভেন সিস্টারস:
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭ টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়। রাজ্যগুলো হলো – অাসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড।
✠ সুপার সেভেন:
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ফোর টাইগার (দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং) কে একত্রে সুপার সেভেন বলা হয়।
✠ থ্রি টাইগার:
জাপান, জার্মানি, ইতালিকে একত্রে থ্রি টাইগার বলা হয়।
✠ ফোর টাইগার:
দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং।
✠ গোল্ডেন ট্রায়েঙ্গল:
মিয়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমান্তে অবস্থিত অাফিম উৎপাদনকারী অঞ্চল।
✠ গোল্ডেন ক্রিসেন্ট:
অাফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত অাফিম উৎপাদনকারী অঞ্চল।
✠ গোল্ডেন ওয়েজ:
বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।
✠ গোল্ডেন ভিলেজ:
বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়।
✠ ইন্দোচীন:
লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামকে ইন্দোচীন বলা হয়।
✠ বলকান রাষ্ট্রসমূহ:
বলকান অর্থ পার্বত্যাঞ্চল। ভৌগলিক পরিভাষায় বলকান হলো উপদ্বীপ। এ অঞ্চলের গেশগুলো হলো:
১। বুলগেরিয়া
২। রুমানিয়া
৩। অালবেনিয়া
৪। গ্রিস
৫। সার্বিয়া
৬। হাঙ্গেরি
৭। মেসিডোনিয়া
৮। স্লোভেনিয়া
৯। ক্রোয়েশিয়া
১০। বসনিয়া
১১। হার্জেগোভিনা
১২। কসোভো
✠ বাল্টিক রাষ্ট্রসমূহ:
বাল্টিক সাগরের তীরবর্তী ৩ টি দেশকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এগুলো হলো:
১। লিথুনিয়া
২। লাটভিয়া
৩। ইয়েমেন
✠ অারব উপদ্বীপ রাষ্ট্রসমূহ:
১। সৌদিঅারব
২। কুয়েত
৩। কাতার
৪। অারব অামিরাত
৫। ওমান
৬। বাহরাইন
৭। ইয়েমেন
✠ হর্ণ অব অাফ্রিকা দেশসমূহ:
১। সোমালিয়া
২। ইথিওপিয়া
৩। ইরিত্রিয়া
৪। জিবুতি
✠ স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ:
১। অাইসল্যান্ড
২। সুইডেন
৩। নরওয়ে
৪। ডেনমার্ক
৫। ফিনল্যান্ড।
✠ মাইক্রোনেশিয়া:
মাইক্রোনেশিয়া অর্থ ক্ষুদ্রদ্বীপ। মাইক্রনেশিয়া চারটি প্রদেশ নিয়ে গঠিত। যথা: ট্রুক, ইয়াপ, পানপেই, কোসরে

No comments:

Post a Comment