eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

✿ জাতীয় প্রতীক :
● বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার – কামরুল হাসান।
● জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী – রষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
● জাতীয় প্রতীক সম্পর্কে যে অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে – ৪(৩) অনুচ্ছেদে।
● বাংলাদেশের জাতীয় প্রতীক – উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদদেশে তিনটি পরস্পরযুক্ত পাট পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে তারা।
● জাতীয় প্রতীক মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন লাভ করে – ২৮ ফেব্রুয়ারি।
✿ রাষ্ট্রীয় মনোগ্রাম :
● বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম – লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের ওপর দিকে লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নিচে লেখা ‘সরকার’ এবং বৃত্তের দুই পাশের দুটি করে মোট ৪ টি তারকা।
● বাংলাদেশ রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার – এ এন এ সাহা।
✿ জাতীয় পতাকা :
● জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন – শিব নারায়ণ দাস।
● শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন – ধানমন্ডিস্থ নিজ বাসভবনে, ২৩ মার্চ ১৯৭১ সালে।
● বাংলাদেশের বাইরে কোথায় সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উক্তোলন করা হয় – কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে।
● কলকাতাস্থ হাইকমিশনে যিনি পতাকা উত্তোলন করেন – ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রধান জনাব এম হোসেন অালী।
● বাংলাদেশের জাতীয় পতাকার রং – গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত।
● বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে – জাপান ও পালাউ।
● ‘অামার সোনার বাংলা প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় – ৩ মার্চ ১৯৭১, পল্টন।
● মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা অাকেন – শিব নারায়ণ দাস।
● বাংলাদেশের মানচিত্র প্রথম অাকেন – মেজর জেমস রেনেল।
● জাতীয় পতাকা সর্বপ্রথম অানুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় – ২৩ মার্চ ১৯৭১।
● বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার – কামরুল হাসান।
● জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি হয় – ৪ জানুয়ারি ১৯৭২।
● বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় – ১৯৭২ সালের ১৭ জানুয়ারি।
● সংবিধানের ৪(২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার রং, – সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
● বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় – ২ মার্চ ১৯৭১।
● বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম প্রথম উত্তোলন করা হয় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়।
● প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন – ডাকসু ভিপি অা স ম অাব্দুর রব।
● জাতীয় পতাকা দিবস – ২ মার্চ।
● জাতীয় পতাকা অর্ধনমিত থাকে – শহীদ, জাকীয় শোক দিবস এবং সরকার কর্তৃক পজ্ঞাপিত অন্য যেকোন দিন।
● বাংলাদেশের জাতীয়েপতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত – ১০ : ৬ বা ৫ : ৩।
● বাসবভন, নৌযান, গাড়ি ও বিমানে চাতীয় পতাকা ব্যবহার করতে পারেন – রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
✿ জাতীয় সংগীত:
● অামাদের জাতীয় সংগীতের রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর।
● জাতীয় সঙ্গীত সংগৃহীত হয়েছে – গীতবিতানের স্বরবিতান অংশভুক্ত স্বদেশ নামক পর্যায়ের একটি গান থেকে।
● ‘অামার সোনার বাংলা’ কবিতার প্রথম ১০ টি চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।
● প্রথম ‘অামার সোনার বাংলা’ প্রকাশিত হয় – বঙ্গদর্শন পত্রিকায় ১৯০৫ সালে।
● অামার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় – ৩ মার্চ ১৯৭১, বাংলাদেশের ঘোষণাপত্রে।
● ২০০৬ সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা নির্বাচিত হয় – বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘অামার সোনার বাংলা’।
● কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের – প্রথম চার লাইন বাজানো হয়।
● জাতীয় সঙ্গীতের প্রথম অনুবাদক – সৈয়দ অালী অাহসান।
● ‘অামার সোনার বাংলা’ কবিতাটিতে চরণ – ২৫ টি চরণ।
✿ রণসঙ্গীত :
● বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা ও সুরাকার – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
● বাংলাদেশের রণসঙ্গীত প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় – বাংলা ১৩৩৫ সালে, শিখা পত্রিকায়।

No comments:

Post a Comment