eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

জ্যোতিষ্কমণ্ডলী

➺ মহাবিশ্বের যা কিছু নিয়ে গঠিত সে সবের পর্যবেক্ষণ এবং এগুলো নিয়ে যে বিজ্ঞান তাকে বলে – জ্যোতির্বিজ্ঞান।
➺ অাধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক – গ্যালিলিও।
➺ অসীম মহাকাশের নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধুমকেতু, ছায়াপথ, উল্কা, কেয়াসার, সুপারনোভা ইত্যাদিকে বলা হয় – জ্যোতিষ্ক।
➺ জ্যোতিষ্ক – ৭ প্রকার।
➺ মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমন্ডলীকে বলে – গ্যালাক্সি।
➺ যে সব বৃহদাকার জ্যোতিষ্কের নিজস্ব অালো রয়েছে সাধারণভাবে তাদের বলা হয় – নক্ষত্র।
➺ কোন ক্ষুদ্রাকার তারকার জ্বালানি ফুরিয়ে অনুজ্জ্বল সাদা রঙের তারকায় পরিণত হলে তাকে বল – শ্বেত বামন।
➺ ধ্রুবতারা একটি – নক্ষত্র।
➺ র্যাডক্লিফ ১৩৬ হলো – একটি নক্ষত্র।
➺ ধ্রুবতারা দেখা যায় – উত্তর গোলার্ধে।
➺ মহাশূন্য খেকে অাগত রশ্মি বা কণাকে বলে – কসমিক রে।
➺ মহাজাগতিক রশ্মি অাবিষ্কার করে নোবেল পুরষ্কার পান – বিজ্ঞানী হেস।
➺ ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি বৃহস্পতি গ্রহে অাঘাত হানে – ১৬ জুলাই ১৯৯৪।
➺ হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা যায় – ১৯৮৬ সালে।
➺ হ্যালির ধুমকেতু অাবার দেখা যাবে – ২০৬২ সালে।
➺ তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা হলো – হোয়াইট ডোয়ার্ফ।
➺ কোন ধুমকেতুর অংশবিশেষ কক্ষপথ খেকে বিচ্যুত বস্তুকণা যা পৃথিবীর বায়ু মন্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে তাকে বলে – উল্কা বৃষ্টি।
➺ উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে – অায়নোমন্ডলের ঊর্ধ্বস্তরে।
➺ হেলবপ হলো – একটি ধুমকেতু যা ১৯৯৫ সালের ২৩ জুলাই অামেরিকান জ্যোতির্বিদ এলান হেল ও টমাস বপ অাবিষ্কার করেন।
➺ মিল্কি ওয়ে একটি – নীহারিকা মন্ডল।
➺ অামাদের গ্যালাক্সিতে সূর্যের গতিবেগ – ২২০ কিমি/সে।
➺ স্টিফেন হকিং তার A Brief History of time নামক বইতে – বিগ ব্যাং তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং ব্যাখ্যা উপস্থাপন করেন।
➺ সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ করছে, এই তত্ত্বটি প্রদান করেছেন – বিজ্ঞানী কোপার্নিকাস।

No comments:

Post a Comment