eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

মহাবিশ্ব ও অামাদের পৃথিবী

✿ ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান — ১৯৬১ সালে।
✿ বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা — জি ল্যামেটার।
✿ মহাজাগতিক রশ্মি অাবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন — বিজ্ঞানী হেস।
✿ ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে বলে — ছায়াবৃত্ত।
✿ বিগ ব্যাং তত্ত্বের অাধুনিক তত্ত্ব – ব্যাখ্যা উপস্থাপন করেন — স্টিফেন হকিং।
✿ হ্যালির ধুমকেতু দেখা যায় — ৭৬ বছর পর পর।
✿ পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ — অালিবার্ড হল।
✿ সূর্যপৃষ্ঠে উত্তাপ — ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।
✿ ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে অাসতে যে সময় লাগে তাকে বলে — কসমিক ইয়ার।
✿ টলেমি ছিলেন — জ্যোতির্বিদ।
✿ সূর্য থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে — ৮.৩২ মিনিট।
✿ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতু — হেলবপ ধুমকেতু।
✿ গ্যালিলিও — পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
✿ অাকাশে উজ্জলতম নক্ষত্র — লুব্ধক।
✿ ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি বৃহস্পতি গ্রহে অাঘ্ত হানে — ১৬ জুলাই ১৯৯৪।
✿ বাংলাদেশ ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা — চারটি।
✿ মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান — ভাইকিং।
✿ চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান — চন্দ্রযান-১।
✿ সৌরজগতের বৃহত্তম গ্রহ — বৃহস্পতি।
✿ সূর্যের নিকটতম গ্রহ — বুধ।
✿ সূর্যের নিজ অক্ষের উপর একবার অাবর্তন করতে সময় লাগে — ২৫ দিন।
✿ প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে — রাশিয়া।
✿ ধ্রুবতারা দেখা যায় — উত্তর গোলার্ধে।
✿ উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি — বৃহস্পতির।
✿ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ — শনি।
✿ সূর্য ব্যাতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র — প্রক্সিমা সেন্টারাই।
✿ সূর্যের অায়তন পৃথিবী অপেক্ষা বড় — ১.৩ মিলিয়ন গুণ।
✿ সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিস্কমন্ডলীকে বলা হয় হয় — সৌরজগৎ।
✿ সবুজ গ্রহ বলা হয় — ইউরেনাসকে।
✿ ডিমোস যে গ্রহের উপগ্রহ — মঙ্গল।
✿ যে গ্রহের হাজার বলয় অাছে — শনি।
✿ মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করে — ২০ জুলাই ১৯৬৯।
✿ চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন — নীল অার্মস্ট্রং।
✿ চাঁদে মানুষ প্রথম যায় — এ্যাপোলো ১১ মহাশূন্যযানে।
✿ সূর্য থেকে অালো অাসা হঠাৎ বন্ধ হয় গেলে অামরা তা অনুভব করতে পারি — ৮ মিনিট ১৯ সেকেন্ড পর।
✿ গ্রহরাজ বলা হয় — বৃহস্পতিকে।
✿ পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে — ১ জানুয়ারি।
✿ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো — ৯৩ মিলিয়ন মাইল বা ১৫ কোটি কিলোমিটার।
✿ সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে — বুধ গ্রহের।
✿ অালোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে সময় লাগবে — প্রায় ১.৫ সেকেন্ড।
✿ সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন নভোচারী – ইউরি গ্যাগরিন।
✿ কসমিক ইয়ার বলতে বোঝায় – ছায়াপথের নিজ অক্ষে অাবর্তনকাল।
✿ Milky way একটি – নীহারিকামন্ডল।
✿ সূর্যের মধ্যে মৌলিক গ্যাস বেশি রয়েছে – হাইড্রোজেন।
✿ সূর্যের নিকটতম নক্ষত্র – প্রক্সিমা সেন্টারাই।
✿ সূর্য চন্দ্র অপেক্ষা বড় – ২ কোটি ৩০ লক্ষ গুণ।
✿ শুক্রগ্রহের অপর নাম – শুকতারা, সন্ধ্যা তারা।
✿ হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা যায় – ১৯৮৬ সালে।
✿ সপ্তর্ষিমন্ডল অাকাশে দেখায় – জিজ্ঞাসা চিহ্নের মতো।
✿ পৃথিবী থেকে সূর্যের দুরত্ব – ১৪৯৭৩০০০০ কিমি।
✿ সবচেয়ে বড় উপগ্রহ – টাইটান।
✿ কোন ধুমকেতুর অংশ বিশেষ কক্ষপথ হতে বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে ঘর্ষণে জলে উঠে তা হলো – উল্কা বৃষ্টি।
✿ বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন – মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে।
✿ জ্যোতিষ্ক – ৭ প্রকার।
✿ হেল বফ ধুমকেতু অাবিস্কৃত হয় – ১৯৯৫ সালে।
✿ বায়ুর তাপের প্রধান উৎস – সূর্য।
✿ শান্ত সমুদ্র অবস্থিত – চন্দ্রে।
✿ মহাশূন্য থেকে অাগত রশ্মি বা কণাকে বলে – কসমিক রে।
✿ পৃথিবী মহাকাশের একটি জ্যোতিষ্ক।

No comments:

Post a Comment