eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

প্রাচীন বাংলায় অালেকজান্ডারেরর পৃষ্ঠপোষকতা

● গ্রীক বীর অালেকজান্ডারের জন্ম – খ্রিষ্টপূর্ব ৩৫৬ অব্দে।
● অালেকজান্ডারের মৃত্যু হয় – ৩২ বছর বয়সে।
● শৈশবে অালেকজান্ডার শিক্ষা লাভ করেন – এরিস্টটলের নিকট।
● অালেকজান্ডার সিংহাসনে অাহরণ করেন – ২০ বছর বয়সে।
● সম্রাট অালেকজান্ডার ভারত অাক্রমণ করেণ – খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে।
● অালেকজান্ডার তক্ষশীলা ও সিন্ধু উপতক্যার রাজন্যবর্গকে অনুগত্য স্বীকারের অামন্ত্রণ জানিয়ে দূত প্রেরণ করলে বশ্যতা স্বীকারের প্রতিশ্রুতিসহ প্রচুর পরিমাণে উপঢৌকন প্রেরণ করেন – তক্ষশীলার রাজা অম্ভি।
● রাজা অম্ভি প্রসঙ্গে ‘উপমহাদেশের ইহাইই হলো দেশদ্রহিতার সর্বপ্রথম দৃষ্টান্ত’ উক্তিটি করেছেন – ড. রমেশ মজুমদার।
● অালেকজান্ডারের মৃত্যুর পর একের পর এক গ্রিক অধিকৃত অঞ্চলসমূহ জয় করেন – চন্দ্রগুপ্ত মৌর্য।

No comments:

Post a Comment