● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর অবস্থিত – ময়মনসিংহে।
● ১৯৮৬ সালের পূর্বে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ছিল – চাঁদপুরে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদু পানির মাছ গবেষণা কেন্দ্র অবস্থিত – ময়মনসিংহে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত – বাগেরহাটে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত – কক্সবাজারে।
● অামাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ অামিষের মাছ থেকে অাসে – ৬০ শতাংশ।
● সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলার চর বিখ্যাত – মাছ ও শুটকির জন্য।
● সোনাদিয়া দ্বীপ বিখ্যাত – সামুদ্রিক মাছ শিকারের জন্য।
● বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র – হালদা নদী।
● জিডিপিতে মৎস্য খাতের অবদান – ৩.৬৯%।
● সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম – হাইল হাওড়।
● মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পূর্বনাম – মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়।
● মৎস্য অধিদপ্তরের ইংরেজি নাম – Department of Fisheries.
● দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত – টেকনাফ, কক্সবাজার।
● মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্র – ফরিদপুরে অবস্থিত।
● মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত – চাঁদপুরে।
● মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত – নাটোর ও ঝিনাইদহে।
● দেশের ফিশ মিউজিয়াম অ্যান্ড বায়োডাইভার্সিটি সেন্টার – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে (২০১০)
● বাংলাদেশের জাতীয় মাছ – ইলিশ।
● White Gold নামে পরিচিত – বাংলাদেশের চিংড়ি সম্পদ।
● বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান – চতুর্থ।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় – ১৯৮৪ সালে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাকালীন নাম – Bangladesh Fisheries Research Institute.
● বংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নামে অভিহিত করা হয় – ১৯৯৬ সালে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কেন্দ্র অাছে – ৫ টি। কেন্দ্রগুলো হলো :
ক. স্বাদু পানির মাছ চাষ গবেষণা কেন্দ্র – ময়মনসিংহ।
খ. নদীর মাছ গবেষণা কেন্দ্র – চাঁদাপুর।
গ. লোনাপানির মাছ গবেষণা কেন্দ্র – খুলনা
ঘ. সামুদ্রিক মাছ ও প্রযুক্তি কেন্দ্র – কক্সবাজার।
ঙ. চিংড়ি গবেষণা কেন্দ্র – বাগেরহাট।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর উপকেন্দ্র – ৫ টি। যথা :
ক. রাঙ্গামাটি কাপ্তাইলেক উপকেন্দ্র
খ. সান্তাহার প্লাবণভূমি উপকেন্দ্র
গ. খেপুপাড়া নদী উপকেন্দ্র, পটুয়াখালী।
ঘ. যশোর স্বাদুপানি উপকেন্দ্র
ঙ. সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্র, নীলফামারী।
● ১৯৮৬ সালের পূর্বে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ছিল – চাঁদপুরে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদু পানির মাছ গবেষণা কেন্দ্র অবস্থিত – ময়মনসিংহে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত – বাগেরহাটে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত – কক্সবাজারে।
● অামাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ অামিষের মাছ থেকে অাসে – ৬০ শতাংশ।
● সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলার চর বিখ্যাত – মাছ ও শুটকির জন্য।
● সোনাদিয়া দ্বীপ বিখ্যাত – সামুদ্রিক মাছ শিকারের জন্য।
● বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র – হালদা নদী।
● জিডিপিতে মৎস্য খাতের অবদান – ৩.৬৯%।
● সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম – হাইল হাওড়।
● মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পূর্বনাম – মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়।
● মৎস্য অধিদপ্তরের ইংরেজি নাম – Department of Fisheries.
● দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত – টেকনাফ, কক্সবাজার।
● মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্র – ফরিদপুরে অবস্থিত।
● মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত – চাঁদপুরে।
● মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত – নাটোর ও ঝিনাইদহে।
● দেশের ফিশ মিউজিয়াম অ্যান্ড বায়োডাইভার্সিটি সেন্টার – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে (২০১০)
● বাংলাদেশের জাতীয় মাছ – ইলিশ।
● White Gold নামে পরিচিত – বাংলাদেশের চিংড়ি সম্পদ।
● বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান – চতুর্থ।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় – ১৯৮৪ সালে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাকালীন নাম – Bangladesh Fisheries Research Institute.
● বংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নামে অভিহিত করা হয় – ১৯৯৬ সালে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কেন্দ্র অাছে – ৫ টি। কেন্দ্রগুলো হলো :
ক. স্বাদু পানির মাছ চাষ গবেষণা কেন্দ্র – ময়মনসিংহ।
খ. নদীর মাছ গবেষণা কেন্দ্র – চাঁদাপুর।
গ. লোনাপানির মাছ গবেষণা কেন্দ্র – খুলনা
ঘ. সামুদ্রিক মাছ ও প্রযুক্তি কেন্দ্র – কক্সবাজার।
ঙ. চিংড়ি গবেষণা কেন্দ্র – বাগেরহাট।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর উপকেন্দ্র – ৫ টি। যথা :
ক. রাঙ্গামাটি কাপ্তাইলেক উপকেন্দ্র
খ. সান্তাহার প্লাবণভূমি উপকেন্দ্র
গ. খেপুপাড়া নদী উপকেন্দ্র, পটুয়াখালী।
ঘ. যশোর স্বাদুপানি উপকেন্দ্র
ঙ. সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্র, নীলফামারী।
No comments:
Post a Comment