eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

ধাতুর ক্ষয়

● কোন ধাতুর পরিবেশ থেকে পানি ও অক্সিজেন সহযোগে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হলে তাকে বলে – করোসান বা ধাতুর ক্ষয়।
● মরিচার সংকেত – Fe₂O₃.2H₂O
● ধাতুরর ক্ষয় একটি – তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া।
● লোহার উপর জিংক ধাতুর প্রলেপ দেয়াকে বলে – গ্যালভানাইজিং।
● ধাতুকে ক্ষয়রোধ করার জন্য তার উপর তড়িৎ প্রলেপন করার পূর্বে ধাতুকে পরিস্কার করা হয় – নাইট্রিক এসিড দিয়ে।
● বনভূমি ধ্বংস হওয়ার একটি কারণ হলো – এসিড বৃষ্টি।
● দালান কোঠার ক্ষয় হয় – এসিড বৃষ্টির সাথে ক্ষারীয় যৌগের ক্রিয়ায়।
● ধাতু নির্মিত সেতু, জাহাজ ও যানবাহন ক্ষয় হয় – এসিড বৃষ্টির ফলে।
● ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী – জেট বিমান থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড।
● নাইট্রোজেন অক্সাইড ওজোনকে নিয়োজিত করে পরিণত করে – অক্সিজেন গ্যাসে।
● দীর্ঘদিন থাকলেও ক্ষয় বা নষ্ট হয় না – পলিথিন।
● ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী মূলত – ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস।
● CFC অাবিষ্কার করেন – T Midgby
● পরিবেশবাদী ফ্রিজ হলো – CFC বিহীন ফ্রিজ।
● CFC এর দূষণরোধ করার জন্য বর্তমানে CFC এর পরিবর্তে ব্যবহার করা হয় – গ্যাজেলিয়াম।
● যে গ্যাস মানবদেহের জন্য উপকারী ও অপকারী – ওজোন।
● এসিড বৃষ্টি হয় বাতাসে – সালফার ডাই অক্সাইডের অাধিক্যের কারণে।
● খরপানির ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর পানি বিশ্লেষণের ফলে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয় – যা লোহার সাথে বিক্রিয়া করে বয়লারের ক্ষয় করে।
● বৃষ্টি চলাকালীন বজ্রপাতের সময় বায়ুর অক্সিজেন ও নাইট্রোজেন বিদ্যুৎস্ফুলিঙ্গের উপস্থিতিতে পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করে – নাইট্রিক অক্সাইড।
● মানুষ ও জীবজন্তুর ত্বকে লাগলে ক্ষতের সৃষ্টি করে – নাইট্রিক এসিড।
● তেজস্ক্রিয় পদার্থের পরমাণুর মধ্যস্থ নিউক্লিয়াস – অস্থায়ী হয়।
● তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা ক্ষয় চলতে থাকে – যতক্ষণ না এটি একটি অতেজস্ক্রিয় কণা বিকিরণের মাধ্যমে।
● তেজস্ক্রিয় ক্ষয়ে রূপান্তরিত পরমাণুকে বলা হয় – জাতক পরমাণু।
● একটি তেজস্ক্রিয় পদার্থের পরমাণু ভাঙন বা ক্ষয়ের মাধ্যমে অন্য একটি অতেজস্ক্রিয় পরামাণুতে পরিণত হওয়াকে বলে – তেজক্রিয় ক্ষয়।
● তেজস্ক্রিয় ক্ষেত্রের সূত্র অাবিষ্কার করেন – রাদারফোর্ড ও সডি।
● তেজস্ক্রিয় ক্ষয় মেনে চলে – সূচকীয় সূত্র।
● তেজস্ক্রিয় ক্ষয় একটি – স্বতঃস্ফুর্ত ঘটনা।
● তেজস্ক্রীয় ক্ষয়ের মাধ্যমে নির্গত তেজস্ক্রিয় রশ্মি – প্রাণীর জন্য ক্ষতিকর।
● তেজস্ক্রিয় রশ্মির ক্ষতিকর প্রভাব – বংশপরম্পরা চলতে থাকে।

No comments:

Post a Comment