eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

কতিপয় বাংলা সাহিত্যকর্মের প্রধান চরিত্র

✿ কাব্য ও কাব্যের প্রধান চরিত্র
➺ শ্রীকৃষ্ণকীর্তন – বাধা, কৃষ্ণ, বড়াই।
➺ চন্ডীমঙ্গল – ফুল্লরা, ভাড়ুদত্ত, মুরারীশীল
➺ সতীময়না ও লোরচন্দ্রানী – মহিষী ময়নামতি, রাজা লোর
➺ অন্নদামঙ্গল – ঈশ্বরী পাটনী, হীরা মালিনী, বিদ্যা ও সুন্দর
➺ পদ্মাবতী – পদ্মাবতী
➺ চিত্রাঙ্গদা – চিত্রাঙ্গদা, অর্জুন
➺ বিদায় অভিশাপ – দেবযানী, কচ
➺ সতী – অমাবাঈ
➺ বিসর্জন – অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গোবিন্দ মাণিক্য
➺ মালিনী – ক্ষোমংকর, মালিনী
➺ পদ্মপুরণ – চাঁদ সওদাগর, মনসা, লখিন্দর
➺ মেঘনাদবধ – মেঘনাদ, বীরবাহু, চিত্রাঙ্গদা, রাবণ, সীতা, লক্ষণ, রাম, বিভীষণ
✿ গল্প ও গল্পের প্রধান চরিত্র
➺ ছুটি – ফটিক, মাখন
➺ কাবুলীওয়ালা – রহমত, খুকী
➺ খোকাবাবুর প্রত্যাবর্তন – রাইচরণ
➺ পোস্টমাস্টার – রতন
➺ সমাপ্তি – মৃন্ময়ী
➺ নষ্টনীড় – চারু
➺ শাস্তি – দুখিরাম, ছিদাম, রাধা, চন্দরা
➺ পয়লা নম্বর – অনিলা
➺ ল্যাবরেটরী – মোহিনী, নন্দ কিশোর
➺ হৈমন্তী – হৈমন্তী, অপু
➺ মধ্যবর্তী – হরসুন্দরী, শৈলবালা
➺ হালদার গোষ্ঠী – বানোয়ারী লাল
➺ একরাত্রি – সুরবালা
➺ না-মঞ্জুর – গিরিবালা
➺ অতিথি – তারাপদ
➺ জীবিত ও মৃত – কদম্বিনী
➺ মেঘ ও রৌদ্র – শশীভূষণ
➺ বোষ্টামী – জানন্দী
➺ অপরিচিতা – কল্যাণী
➺ দিদি – শশীমুখী
➺ অাপদ – নীলকণ্ঠ
➺ ফুলের মূল্য – ম্যাগী
➺ ধ্বংস পথের যাত্রী – ভুলি
➺ অরক্ষণীয়া – জ্ঞানদা, দুর্গামণি
➺ রামের সুমতি – রাম, নারায়ণী
➺ মেজদিদি – হরিলক্ষী
➺ অভাগীর স্বর্গ – কাঙ্গালীর মা
➺ মহেশ – গফুর, অামিনা
➺ বিলাশী – বিলাশী, মৃত্যুঞ্জয়
➺ পণ্ডিত মশাই – বৃন্দাবন, কুসুম
➺ বড়দিদি – মাধবী, সুরেশ
➺ তারিণী মাঝি – সখী
➺ প্রাগৈতিহাসিক – ভিখু, পেহলাদ, পাঁচী
➺ পাশ-ফেল – নীরেন, বিমল, বকুল
➺ শিউলিমালা – শিউলিমালা
➺ অামরা তিনজনে – মোনালিসা
➺ জতুগৃহ – শতদল, মাধুরী
➺ পথ জানা নেই – গহুরালি
➺ নয়নচারা – অামু
➺ অাত্মজা ও একটি করবী গাছ – ফেকু
✿ নাটক ও নাটকের প্রধান চরিত্র
➺ শকুন্তলা – শকুন্তলা
➺ নীলদর্পণ – তোরাপ, নবীন, মাধবী, অাদুরী
➺ কৃষ্ণকুমারী – কৃষ্ণকুমারী, ভীম সিং, বিলাসবতী, মর্দানকী, তপস্বিনী।
➺ অচলায়তন – পঞ্চক
➺ ডাকঘর – অমল, সুধা, মাধব, দত্ত, ঠাকুর দা
➺ রক্তকরবী – নন্দিনী, রঞ্জন
➺গৃহ প্রবেশ – যতীন, মণি।
➺ রক্তাক্ত প্রান্তর – জোহরা, জরিনা, হিরণবালা, ইব্রাহীম কার্দি।
✿ উপন্যাস ও উপন্যাসের প্রধান চরিত্র
➺ অালালের ঘরে দুলাল – ঠকচাচা, বাঞ্ছারাম, বাবুরাম বাবু
➺ চোখের বালি – মহেন্দ্র, বিনোদিনী।
➺ গোরা – গৌরমোহন, সুচরিতা, ললিতা, বিনয়, লবণ্য।
➺ শেষের কবিতা – অমিত, লাবণ্য, শোভণলাল
➺ চতুরঙ্গ – দামিনী, শচীশ, শ্রী বিলাস
➺ ঘরে বাইরে – নিখিলেশ, বিমলা, মেজরানী।
➺ যোগযোগ – মধসূদন, কুমুদিনী।
➺ দুই বোন – শর্মিলা, শাশাঙ্ক, উর্মিমালা, নীরদ।
➺ মালিনী – নীরজা, অাদিত্য, সরলা
➺ দুর্গেশনন্দিনী – অায়েশা, তিলোত্তমা
➺ চন্দ্রশেখর – শৈবালিনী, দলনী বেগম, প্রতাপ, চন্দ্রশেখর।
➺ রজনী – রজনী, শচীন্দ্র।
➺ বিষবৃক্ষ – কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী।
➺ কৃষ্ণকান্তের উইল – ভ্রমর, রোহিনী, হরলাল, গোবিন্দলাল।
➺ পরিণীতা – ললিতা, শেখর।
➺ পল্লী সমাজ – রমা, রমেশ।
➺ দেনা-পাওনা – ষোড়শী, নির্মল।
➺ দত্তা – বিলাশ, বিজয়, নরেন।
➺ শ্রীকান্ত – শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা, রাজলক্ষ্মী, অভয়া।
➺ চরিত্রহীন – সতীশ, সাবিত্রী, কিরণময়ী, দিবাকর।
➺ গৃহদাহ – মহিম, সুরেশ, অচলা, মৃণাল।
➺ শেষের পরিচয় – সবিতা, রমণী, বাবু।
➺ কবি – ঠাকুর ঝি, নিতাই।
➺ রাইকমল – রসিকদাস, কমল, রঞ্জন।
➺ ধাত্রীদেববতা – শিবনাথ, গৌরী।
➺ রজনী – রজনী, সুনীল, অহিন্দ
➺ জাম – শঙ্কর।
➺ ক্যানভাসার – হীরালাল, কাত্যায়নী।
➺ জোহরা – জোহরা
➺ অনোয়ারা – অানোয়ারা
➺ অাব্দুল্লাহ – অাবদুল্লাহ, অাবদুল কাদের।
➺ পদ্মা নদীর মাঝি – মালা, কুবের, হোসেন মিয়া, কপিলা।
➺ লৌহকপাট – বিবি।
➺ ত্রিপদী – চারু, সলথ, দেবল।

No comments:

Post a Comment