Monday, September 12, 2016

কম্পিউটার ভাইরাস

● কম্পিউটার ভাইরাস হলো – এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম যা সয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রামণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
● VIRUS শব্দের পূর্ণরুপ – Vital Information Resources Under Seize.
● ভাইরাস অাবিষ্কার করেন – ফ্রেডরিক কোহেন।
● কম্পিউটার ভাইরাস ছড়াই – ফ্লপি ডিস্ক, হার্ডডডিস্ক, ফ্লাশ ডিস্ক, পেনড্রাইভ
● কিছু উল্লেখযোগ্য ভাইরাস হলো – Aids, Bye Bye, Bad boy, Cindrella, CIH, I love You.
● ১৯৭০ সালে বব থমাস নিজ থেকেই ছগাতে পারে এরূপ একটি পরীক্ষামুলক কম্পিউটার ভাইরাস তৈরি করেন যার নাম – ক্রিপার ভাইরাস।
● ১৯৯২ সালে অাবির্ভাব ঘটে – মাইকেল অ্যাঞ্জেলা ভাইরাসের।
● মাদার অব অল ভাইরাস বলা হয় – CIH ভাইরাসকে।
● CIH কে বলা হয় – চেরনোবিল ভাইরাস।
● CIH ভাইরাস তৈরি করেন – চেন ইংহাউ।
● CIN ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে – ২৬ এপ্রিল ১৯৯৯
● অ্যান্টিভাইরাস হলো – একধরণের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে, তা দুরীভুত করে এবং কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধী করে তোলে।
● ২০০০ সালে শুরুর মুহুর্তে সারা বিশ্বে বিপর্যয়ের কারণ ছিল – Y-2k
● কয়েকটি উল্লেখযোহ্য অ্যান্টি ভাইরাসের নাম হলো – MaAfee, Norton, AVG, AVIRA, AVAST, PC Cllion, Panda, Symantec, Kaspersky, PC Tools
● বাংলাদেশীর অাবিষ্কৃত অ্যান্টিভাইরাসের নাম – Cobra.

No comments:

Post a Comment