eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

অসহযোগ অান্দোলন ১৯৭১

● ১৯৭১ সালের অসহযোগ অান্দোলন শুরু হয়েছিল – ২ মার্চ।
● ১৯৭১ সালের অসহযোগ অান্দোলন শেষ হয়েছিল – ২৫ মার্চ।
● অসহযোগ অান্দোলনের শুরুতেই ২ মার্চ ছাত্র সংগঠনগুলো যে পরিষদ গঠন করেছিল – স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ।
● ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন – ১ মার্চ ১৯৭১।
● অধিবেশন স্থগিতকরণকে বঙ্গবন্ধু অাখ্যায়িত করেন – দুর্ভাগ্যজনক হিসেবে।
● অধিবেশন স্থগিতকরণের প্রতিবাদে ঢাকায় ও সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয় যথাক্রমে – ২ মার্চ ও ৩ মার্চ।
● ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রথমবারের মত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় – ২ মার্চ।
● ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে ‘স্বাধীনতার ইসতেহার’ ঘোষণা করে – ছাত্র সংগ্রাম পরিষদ।
● অামার সোনার বাংলা অামি তোমায় ভালোবাসি’ সঙ্গীতটি পূর্ব পাকিস্তানের জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত হয় – ৩ মার্চ ১৯৭১।
● বঙ্গবন্ধু ‘রেসকোর্স ময়দানে’ ঐতিহাসিক ভাষণ দেন – ৭ মার্চ।
● অসহযোগ অান্দোলনের প্রথম ছয় দিনে সরকারি প্রেসনোট অনুয়ায়ী হতাহতের সংখ্যা ছিল – ১৭২ জন নিহত এবং ৩৫৮ জন অাহত।
● ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ পাকিস্তান দিবসের পরিবর্তে ‘প্রতিরোধ দিবস’ পালন করে – ২৩ মার্চ।
● স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শেষ হয় – অসহযোগ অান্দোলন।
● “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তার শাস্তি এড়াতে পাররবে না” উক্তিটি করেছিল – জেনারেল ইয়াহিয়া খান।
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় – ৩ মার্চ।

No comments:

Post a Comment