যে কেউ শেয়ার করতে পারেন।।
অতঃপর মা আমি ফিরে এলাম তোমার বুকে কিংবা এ মাটির বুকে,
বুঝে নাও রক্তের দামে কেনা তোমার এ
রক্তাক্ত বিজয়!"!
অদ্যকার বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সভার মধ্যমণি সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট শিক্ষক পর্ষদ,আরও উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আমার প্রাণাধিক প্রিয় সহপাঠীবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি।।
১৯৭১ সাল ডিসেম্বর মাস ১৬ তারিখ!
আমাদের বিজয় এই স্বাধীনতার বিজয়, যা বাঙালির ইতিহাস সর্বোপরি বিশ্ব ইতিহাসে নজিরবিহীন।
৩০ লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়। মা বোনের সংরক্ষিত সম্ভ্রমের লুটপাটে এ বিজয়।আমরা সেই সব আলোকিত মানুষকে স্মরন করছি যাদের আলোর পরশে এসেছে মুক্তমনে বাঁচার অধিকার । এরা সূর্য সন্তান এ বাংলার।
প্রাণের মায়া ত্যাগে যারা দিলো এ বিজয় তাদের হাজারো সালাম। কত অন্তরায় কত বাধা পেরিয়ে এ বিজয় অর্জন।হাজারও দেশদ্রোহী জঞ্জালে উত্তপ্ত ছিলো এ মাটি । দেশদ্রোহী সন্তানেরা আজ নিশ্চিহ্ন।
যারা প্রাণ দিলো তারাই ছিলো জয়ের সারথী।
মা মাটি চায়, চায় ওরা মায়ের স্বাধীনতা যেখানে থাকবেনা চলার পথে কোন অবৈধ নিয়ন্ত্রণ।
তাই কবি বলেছেন এভাবেই,
এ আমার মায়ের মাটি আমার ভাইয়ের রক্তের
প্রতিদানে ভাষার দেশ।
আমাকে নিষেধ করো না মা!
তোমার অস্তিত্ব তো আমাকেই রক্ষা করতে
হবে!
----
---
ভেবে না মা আমি ফিরবো বিজয় নিয়ে রক্তের
দামে।।
বিজয়ের সুখ পেলো বাঙালি। উজ্জিবিত বাঙলার আকাশ বাতাশ
বিজয়ের সুখ মিললো সর্বজনে।
বিজয়ের চার দশক পরে এ বাংলার মাটিতে বিজয়ের সেই সুখটা হারাতে বসেছে।বাঙালি আজ বিভক্ত স্বার্থের মায়াজালে। নিজের সুখকে আকড়ে ধরে বাঁচার চেষ্টা প্রাণপনে। অদূর ভবিষ্যতে এ চিত্র বিরাজ করলে বাঙালি সামান্য আঘাতে অস্তিত্ব হারাবে তা বলাই বাহুল্য। তাই সকল বাংলার মানুষের প্রতি আমার করোজোড়ে নিবেদন এই দেশটাকে ভালোবেসে মা মাটির অস্তিত্ব রক্ষার্থে এ বিজয় দিবসের মহত্ত্ব নিয়ে আমরা আবার সেই বাঙালি হই যেখানে অজ্ঞ বিজ্ঞ উঁচু নিচুর দৌরাত্ম্য নেই। তবেই পাবো আমরা সত্যিকারের বিজয় নতুবা এ বিজয় শুধু নামমাত্র।
সকলকে আবারও বিজয়ের শুভেচ্ছা বিদায় নিচ্ছি।ড়ড়ড়ড়ড়
No comments:
Post a Comment