#০১৭৬৯১৭৫৪২৬
এই নাম্বার মুখস্ত করে মুক্তিযুদ্ধের খেতাবগুলো মনে রাখি
এই নাম্বার মুখস্ত করে মুক্তিযুদ্ধের খেতাবগুলো মনে রাখি
০১ = মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭ জন= বীরশ্রেষ্ঠ। সর্বোচ্চ খেতাব।
৬৯ জন =বীর উত্তম(মোট) মুক্তিযুদ্ধের বললে ৬৮।(জীবিত সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মাননা)ব্রিগেডিয়ার জামিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডে বন্ধকরণে অকুতভয় সাহসী ভুমিকা পালন করেন বলে তাঁকেও পরে বীর উত্তম উপাধি দেওয়া হয়। তাই মোট ৬৯।
১৭৫ জন= বীরবিক্রম
৪২৬ জন =বীর প্রতীক
No comments:
Post a Comment