Friday, July 21, 2017

পারমানবিক বোমা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেন হাইমার পারমানবিক বোমার জনক একই সময়ে জার্মানির হাইজেন বাার্গ চেষ্টা চালালেও হিটলার তাকে ততটা পাত্তা দেননি ফলে যা হবার তাই হইছিলো যুক্তরাষ্ট্র সফল ভাবে পারমাণবিক বোমা অাবিস্কার করলো এবং এর দু সপ্তা পরে প্রথম পারমানবিক বোমা ফেলে জাপানের হিরোসিমা নামক সামরিক ঘাটিতে পরের টা নাগাসাকি সামরিক ঘাটিতে এবং চিরদিনের মত ২য় বিশ্বযুদ্ধ কে থামিয়ে দেয়....!! এবং হাইজেন বার্গকে যুক্তরাষ্ট্র তাদের দেশে নিয়ে অাসেন এই সর্তে যে সে স্বিকার করবে ইচ্ছে করেই পারমানবিক বোমা তৈরিতে বিলম্ব করেছে

No comments:

Post a Comment