1.প্রশ্ন : সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর : পটুয়াখালী।
2.প্রশ্ন : আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
3.প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর : নাজমুন আরা সুলতানা।
4.প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায়
অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার।
5.প্রশ্ন : রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর : জাতীয় সংসদের স্পিকার।
6.প্রশ্ন : বাংলাদেশের শিশু আইন প্রণীত হয়?
উত্তর : ১৯৭৪ সালে।
7.প্রশ্ন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?
উত্তর : পার্বত্য রাঙামাটি।
8.প্রশ্ন : বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে? উত্তর : বগুড়ায়।
9.প্রশ্ন : স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উত্তর : রাশিয়া।
10.প্রশ্ন : রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর : কক্সবাজার জেলায়
No comments:
Post a Comment