Saturday, August 19, 2017

বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার**


1)প্রশ্ন.উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.ট্যাকোমিটার
2)প্রশ্ন.ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কী !
উ.সিসমোমিটার
3)প্রশ্ন.ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.সিসমোগ্রাফ
4)প্রশ্ন.সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.ফ্যাদোমিটার
5)প্রশ্ন.বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.ব্যারোমিটার
6)প্রশ্ন.গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.ম্যানোমিটার
7)প্রশ্ন.দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.ল্যাক্টোমিটার
5)প্রশ্ন.সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.পাইরোমিটার
9)প্রশ্ন.উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কী !
উ.থার্মোমিটার
10)প্রশ্ন.সূক্ষ্ম সময় নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.ক্রোনোমিটার
11)প্রশ্ন.মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.ওডোমিটার
12)প্রশ্ন.যান্ত্রিকশক্তি বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করে !
উ.জেনারেটর
13)প্রশ্ন.বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে !
উ.মোটর
14)প্রশ্ন.শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কী !
উ.অডিওমিটার
15)প্রশ্ন.সূর্যের শক্তি উৎপন্ন হয় !
উ.পরমাণুর ফিউশন পদ্ধতিতে

No comments:

Post a Comment