২৮ জুলাই ২০১৭
১৩ শ্রাবণ ১৪২৪
৩ জিলকদ ১৪৩৮
##দেশ##
১) বিশ্ব বাঘ দিবস - ২৯ জুলাই
২) ২০০৪ সালের শুমারিতে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল - ৪০০
৩) ২০০৬-৭ সালের জরিপে - ২০০ টি
৪) ২০১৫ সালের শুমারিতে বাঘের সংখ্যা - ১০৬ টি
৫) ফুরাডন নামক কীটনাশক দিয়ে হত্যা করা হচ্ছে - সুন্দরবনের বাঘ
৬) ২০১০ সাল থেকে আইইউসিএনের লাল তালিকায় বিপন্ন প্রানী হিসেবে - রয়েল বেঙ্গল টাইগার
৭) ২০০৪ সালের UNDP এর জরিপ মতে সুন্দর বনে বাঘ ছিল - ৪৪০
৮) ২০১০ সালে বিশ্ব বাঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল - রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে
৯) এই সম্মেলনে ঘোষণা করা হয়েছিল - ২০২০ সালের মধ্যে বিশ্বের সব দেশের বাঘ দ্বিগুণ হবে
১০) বাঘ চোরাচালানে ইন্টারপোলের প্রতিবেদনে - ৩২ জন প্রভাবশালীর নাম
১১) ইইউ এর সদস্য - ২৮
১২) ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানো লোকদের মধ্যে শীর্ষ অবস্থানে - বাংলাদেশ ( আইওএম)
১৩) আইওএম - আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
১৪) জাতি সংঘের হিসেবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া - শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
##আন্তর্জাতিক##
১৫) আল জাজিরার সম্প্রচার বন্ধ চায় - ইসরায়েল
১৬) আল জাজিরা - কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল
১৭) হোদেইদা বন্দরটি - লোহিত সাগরে
১৮) হুতি বিদ্রোহীরা - ইরান সমর্থিত
১৯) দ্য গড অব স্মল থিংস " উপন্যাসের জন্য ম্যান বুকার পুরষ্কার পেয়েছিলেন - অরুন্ধতী রায়
২০) তাঁর ২য় উপন্যাস " দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস " এর জন্য আবারও ম্যান বুকার পুরষ্কার পেতে যাচ্ছেন - অরুন্ধতী রায়
২১) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর নির্বাচনী প্রচারনায় গোয়েন্দাগিরি করতে - ফেসবুক ব্যবহার করেছিল রাশিয়া
২২) যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি - মিশেল ওবামা
২৩) যুক্তরাষ্ট্রের মানুষের মনে এবং সমাজে এখনো রয়ে গেছে - বর্ণবাদ
২৪) ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে - যুক্তরাষ্ট
২৫) আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য সে দেশের - দুষ্প্রাপ্য খনিজ সম্পদ বা তামা ও আকরিক লোহা আহোরন
২৬) চীনসহ একাধিক ইউরোপীয় দেশ আগ্রহ দেখিয়েছে - আফগান খনিজ সম্পদের বিষয়ে
২৭) অধিকাংশ দুষ্প্রাপ্য খনিজ সম্পদ রয়েছে - হেলমন্দ প্রদেশে যা তালেবান নিয়ন্ত্রিত
২৮) আফগান প্রেসিডেন্ট - আশরাফ গনি
২৯) খনিজ সম্পদ আহরন এ রপ্তানির ব্যাপারে চীন আফগানের সাথে চুক্তি করেছে - ৩ বিলিয়ন ডলারের
৩০) রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিল পাসের বিষয়ে মতৈক্যে - মার্কিন সিনেটররা
৩১) ফিলিস্তিনের প্রেসিডেন্ট - মাহমুদ আব্বাস
৩২) যুক্তরাষ্ট্রে বৈষম্যের শিকার - ৩/৪ % মুসলমান
৩৩) মালদ্বীপের রাজধানী - মালে
৩৪) মালদ্বীপের প্রেসিডেন্ট - আবদুল্লাহ ইয়ামেন
##সম্পাদকীয়##
৩৫) আইএসের স্বঘোষিত খিলাফত - ইরাক সিরিয়ায়
৩৬) গ্রেট ব্রিটেন ও ফান্স অটোমান সাম্রাজ্যের ভূমি বন্টন করেছে - সাইকস পাইকট চুক্তির মাধ্যমে
৩৭) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর মধ্য প্রাচ্যের ইরাক সিরিয়ায় হস্তক্ষেপ শুরু করেছিল - যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া
৩৮) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান স্বার্থ - তেলের চাহিদা
৩৯) আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন হয়েছিল - ১৯৮০ এর দশকে
৪০) উপসাগরীয় যুদ্ধে প্রথম সফলতা পেয়েছিলেন - সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ
##অর্থনীতি##
৪১) বাংলাদেশ ইইউ বিজনেন্স কাউন্সিলের - ৩য় সংলাপ হয় ২৭ জুলাই
৪২) বাংলাদেশ ইইউ বিজনেস কাউন্সিল গঠিত হয়য় - ২০১৫ সালের ফ্রেবুয়ারিতে, ইইউভুক্ত ৮ দেশের রাষ্ট্রদূত ও ৫ যৌথ চেম্বার প্রতিনিধির সমন্বয়ে
৪৩) বাংলাদেশের রপ্ততানি আয়ের - ৫৬% আসে ইইউভুক্ত দেশ গুলো থেকে
৪৪) ইইউর ক্রেতাদের জোট - অ্যাকর্ডের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের মে মাসে
৪৫) বাংলাদেশের - ২৭০টি পোশাক কারখানা এখন গ্রিন
৪৬) বাংলাদেশের একমাত্র রপ্তানি নির্ভর স্থলবন্দর - আখাউড়া স্থলবন্দর
৪৭) চলতি অর্থবছরের কৃষকদের জন্য ঋণ বরাদ্দ রেখেছে ব্যাংকগুলো।- ২০ হাজার ৪০০ কোটি টাকা
৪৮) জিডিপিতে কৃষির অবদান - ১৫%
##খেলাধুলা##
৪৯) খেলাধুলায় কলকাতার এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলের " সেরা বাঙ্গালি " ২০১৭ সম্মান পাচ্ছেন - মাশরাফি বিন মুর্তজা
##সালমান_চৌধুরী_পিয়াস##
No comments:
Post a Comment