eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, August 16, 2017

কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৭

জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর প্রশ্নসমূহ
১. ৩০ নভেম্বর ২০১৬ UNESCO বাংলাদেশের কোন বিষয়টিকে 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ?- পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা
২. বর্তমানে বাংলাদেশে কতটি 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্য' রয়েছে?- ৩টি(বাউল সংগীত, জামদানি ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা)
৩. দেশের প্রথম ওষুধনীতি করা হয় কবে?- ১৯৮২ সালে
৪. বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বের কতটি দেশে রপ্তানি করা হয়?- ১২২ টি দেশে
৫. বাংলাদেশে WTO'র বাণিজ্য সহজীকরণ চুক্তি(TFA) কবে অনুমোদন করে?- ২৭ সেপ্টেম্বর ২০১৬
৬. বাংলাদেশ কততম দেশ হিসেবে বাণিজ্য সহজীকরণ চুক্তি (TFA) অনুমোদন করে?- ৯৪
৭. স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক একবারই মাত্র একটি নোট বাতিল করে। নোটটি কত মূল্যমানের এবং কত?- ১০০ টাকা মূল্যমানের ; ১৯৭৪
৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পীর নাম কি?- নমিতা ঘোষ
৯. চীনের কাছ থেকে বাংলাদেশের নৌবাহিনীর জন্য আনা সাবমেরিন দুটির নাম কি?- "বানৌজা নবযাত্রা"ও বানৌজা জয়যাত্রা
১০. বাংলাদেশ সরকার ঘোষিত মনোগত সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?-৫৭ টি
১১. Revolution Square কোথায় অবস্থিত?- হাভানা, কিউবা
১২. ২০১৬ সালে আরাকান রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত রোহিঙ্গা নির্মূল অভিযানের নাম কি?- অপারেশন ক্লিন
১৩.স্বল্পোন্নত দেশগুলোকে সহজে প্রযুক্তিগত উন্নয়ন সহায়তা দিতে 'টেকনোলজি ব্যাংক' স্থাপিত হচ্ছে কোথায়?- গেবিজ,ইস্তান্বুল ; তুরস্ক
১৪. জাতিসংঘ বিশ্বের দেশসমূহকে কতটি ক্যাটাগরিতে ভাগ করে?- ৪টি ( নিন্ম, নিন্ম মধ্যম,উচ্চ মধ্যম ও উচ্চ আয়ের দেশ)
১৬. ২০১৭ সালের SAARC সাংস্কৃতিক রাজধানী কোনটি?- মহাস্থানগড়(বগু
ড়া, বাংলাদেশ)
১৭. বিশ্বে অভিবাসী গমনাগমনের বৃহত্তর করিডোর কোনটি?- মেক্সিকো - যুক্তরাষ্ট্র করিডোর
১৮. টাইম ম্যাগাজিনের ২০১৬ সালের Person of the Year মনোনীত হন কে?- ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্টাম্প
১৯. ১লা জানুয়ারি ২০১৭ কোন ৫টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে অভিষিক্ত হয়?
- বলিভিয়া, সুইডেন, কাজাখস্তান, ইথিওপিয়া ও ইতালি।
২০. ২২ডিসেম্বর ২০১৬ বিশ্বের কোন দেশে প্রথম সৌর সড়ক উদ্বোধন করা হয়?- ফ্রান্সে
২১. LEED এর পূর্ণরুপ কি?- Leadership in Energy & Environmental Design
২২. পর্যায় সারণিতে অন্তর্ভুক্ত নতুন চার মৌলের নাম কি?- নিহোনিয়াম(NH), মস্কোভিয়াম(MC), টেনেসাইন( Ts) ও অগ্যানিসন (Og)।
২৩. বিশ্বের প্রথম দেশ হিসেবে 'তিন মা -বাবার সন্তান' জন্ম দেয়ার প্রকৃয়াকে আইনি অনুমোদন দেয় কোন দেশ?- যুক্তরাজ্য
২৪. ২০১৬ সালে ডেভিস কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোন দেশ?- আর্জেন্টিনা ; ১৫ তম দেশ হিসেবে।
২৫. জাতীয় পাট দিবস কবে? - ৬ মার্চ
২৬.বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে Lady Justice -এর আদলে স্থাপিত ভাস্কর্যের স্থপতি কে?- মৃণাল হক
২৭. টেকসই উন্নয়নে আন্তর্জাতিক পর্যটন বর্ষ কোন সাল ?- ২০১৭
২৮. ফোর্বস সাময়িকীর করা ২০১৬ সালে বিশ্বের ৭৪ জন ক্ষমতাধর ব্যক্তির তালিকায় শীর্ষ ক্ষমতাধর কে?- ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
২৯. ৬ ডিসেম্বর ২০১৬ ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?- বার্নার্ড কাজনুভ
৩০. যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট কে?- ডোনাল্ড ট্টাম্প
৩১. যুক্তরাষ্ট্রের ৪৮ তম ভাইস প্রেসিডেন্ট কে?- মাইক পেন্স
৩২. ৬৯ তম পররাষ্ট্র মন্ত্রী কে?- রেক্স টিলারসন
৩৩. অর্থমন্ত্রী কে?- স্টিভেন মুচিন
৩৪. প্রতিরক্ষামন্ত্রী কে?- জেমস এন. ম্যাটিস
৩৫. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?- অ্যান্টেনিও গুতরেস(পর্তুগাল)
৩৬. অ্যান্টেনিও গুতরেস জাতিসংঘের কততম প্রেসিডেন্ট?- নবম
৩৭. ইসলামী উন্নয়ন ব্যাংকের (IDB) -এর বর্তমান প্রেসিডেন্ট কে?- বন্দর আল - হাজার (সৌদি আরব)
৩৮. OPEC -বর্তমান সদস্য দেশ কতটি?- ১৩ টি
৩৯. ৩০ নভেম্বর ২০১৬ OPEC কোন দেশের সদস্যপদ পুন:স্থগিত করে?- ইন্দোনেশিয়া
৪০. কর প্রদান সূচক ২০১৭ - এ শীর্ষ করবান্ধব দেশ কোনটি?- সংযুক্ত আরব আমিরাত ও কাতার
৪১. বাংলাদেশের মাথাপিছু আয় কত?- ১,১৯০ মার্কিন ডলার
৪২. কর প্রধান সূচক ২০১৭ -এ বাংলাদেশের অবস্থান কততম?- ১৫১তম
৪৩. কর প্রধান সূচক ২০১৭ -এ সর্বনিম্ন দেশ কোনটি?- শাদ
৪৪. ২০১৬ সালের বৈশ্বিক বাণিজ্য সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?- সিঙ্গাপুর
৪৫. ২০১৬ সালের বৈশ্বিক বাণিজ্য সক্ষমতা প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?- ভেনিজুয়েলা
৪৬. ২০১৬ সালের বৈশ্বিক বাণিজ্য সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?-১২৩ তম
৪৭. ১৯৭১ সালে বিশ্বের কতটি দেশ স্বল্পোন্নত দেশ (LDC) 'র অন্তর্ভুক্ত ছিল?- ২১ টি
৪৮. মোট কতটি দেশ LDC তালিকা থেকে বেরিয়ে এসেছে?- ৪টি
৪৯. কোন কোন দেশ LDC তালিকা থেকে বেরিয়ে এসেছে- বতসোয়ানা, কেপভার্দে, মালদ্বীপ ও সামোয়া
৫০. বাংলাদেশ কোন সালের মধ্যে LDC তালিকা থেকে বের হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করবে?- ২০১৮ সালে
৫১. বাংলাদেশ কোন সালের মধ্যে LDC তালিকা থেকে বেরিয়ে আসবে?- ২০২৪ সালে
৫২. ২০১৬ সালের ৬৬তম মিস ওয়ার্ল্ড বিজয়ী কে?- স্টেফানি দেল ভ্যালে(পুয়ের্ত
ো রিকো)
৫৩. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিতব্য দ্বিতীয় বইয়ের নাম কি?- কারাগারের রোজনামচা
৫৪. 'কারাগারের রোজনামচা ' বইটির প্রকাশক কোন প্রতিস্ঠান?- বাংলা একাডেমি
৫৫.'কারাগারের রোজনামচা ' বইটির ইংরেজি অনুবাদক কে?-অধ্যাপক ড. ফকরুল আলম
৫৬. 'কারাগারের রোজনামচা ' নামটির প্রস্তাবক কে?- শেখ রেহানা
৫৭. ২০১৬ সালের বিপিএলে চ্যাম্পিয়ন কোন দল?- ঢাকা ডায়ানামাইটস
৫৮. ২০১৬ সালের ব্যালন ডি'অর লাভ করেন কে?- লিওলেন মেসি
৫৯. ২০১৬ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দল?- রিয়াল মাদ্রিদ
৬০. বর্ষাসেরা খেলোয়াড় কে?- রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
৬১. বর্ষাসেরা টেস্ট খেলোয়াড় কে?- রনিচন্দ্রন অশ্বিন (ভারত)
৬২. বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় কে?- কুইন্টন ডি কক (দ.আফ্রিকা)
৬৩. বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কে?- মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
৬৪৷ খেরোপাতার পাতা থেকে, মন খারাপের গাড়ি কাব্যগ্রন্থ্যগুলো কার লেখা?--মাহবুবুল হক শাকিল
৬৫৷ সোনাবন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা গানটির গীতিকার কে?-- আবদুল গফুর আলী
৬৬৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার নৌযুদ্ধ নিয়ে নির্মিতব্য ভারতীয় চলচ্চিত্রের নাম কি?-- দ্য গাজী অ্যাটাক
৬৭৷ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের নিয়ে নির্মিত প্রামান্য চলচ্চিত্র এর নাম কি? -- Land of the Lord
৬৮৷ ২০১৬ সালে রোকেয়া পদক পান -- সমাজকর্মী অ্যারোমা দত্ত এবং শিক্ষিকা বেগম নূরজাহান
৬৯৷ বাংলাদেশে প্রথমবারের মত কোথায় উন্মোক্ত কারাগার নির্মিত হচ্ছে -- উখিয়া,কক্সবাজার
৭০৷ বাংলাদেশের প্রথম ডিজিটাল সরক--বনানী-- বিমানন্দর(৬কিমি)
৭১৷ রুপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তিধর দেশ হবে?-- ৩৪তম
৭২৷ রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নকারী কোম্পানির নাম কি?-- রাশিয়ান কোম্পানি 'রোসাটম'
৭৩৷ বর্তমানে বাংলাদেশের ব্যান্ডউইথ ক্যাপাসিটি কত জিবিপিএস?-- ২০০
৭৪৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডটবাংলা ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন-- ৩১ ডিসেম্বর,২০১৬
৭৫৷ বাংলাদেশের কোন বিমান ঘাটি Home of Fighters নামে পরিচিত?-- বিএএফ বঙ্গবন্ধু
৭৬৷ বর্তমানে পৃথিবীর দীর্ঘতম রেল সুরঙ্গের নাম কি?-- গোথার্ড বেস টানেল
৭৭৷ সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট দুটি ঘূর্ণিঝড়ের নাম কি?-- "নাদা" ও "ভারদাহ"
৭৮৷ সম্প্রতি বিজ্ঞানীরা বোমা তৈরির উপকরণের খোজ পেয়েছেন যেটা পুরো বিশ্বকে নিমিষেই শেষ করতে পারে সেই উপকরণটির নাম --- অ্যান্টিম্যাটার
৭৯৷ বর্তমানে GDP এর ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ -- মার্কিন যুক্তরাষ্ট্র
৮০৷ PPP এর ভিত্তিতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ-- চীন
৮১৷ GDP এর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান-- ৪৫তম
৮২৷ PPP এর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান-- ৩৫তম
৮৩৷ মার্কিন প্রেসিডেন্ট বহনকারী বিমান কি নামে পরিচিত?-- এয়ারফোর্স ওয়ান
৮৪৷ ইউনিসেফের উদ্যোগে মীনা কার্টুন শুরু হয় -- ১৯৯১ সালে
৮৫৷ ইউনিসেফের উদ্যোগে মীনা গেম চালু হয় -- ১২ ডিসেম্বর,২০১৬
৮৬৷ বাংলাদেশে বর্তমানে ইউনেস্কোর ঘোষিত অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে কয়টি ও কি কি?
-- ৩টি- বাউল সঙ্গীত (২০০৮), জামদানি(২০১৩), মঙ্গল শোভাযাত্রা(২০১৬)
৮৭৷ বর্তমানে LDC ভুক্ত দেশের সংখ্যা কতটি?-- ৪৮টি
৮৮৷ বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব শিল্পস্থাপনা কোন দেশের? -- বাংলাদেশের
৮৯৷ সুপ্রীম কোর্টের সামনে স্থাপিত "Lady Justice" ভাস্কর্যের ভাস্কর কে?- স্থপতি মৃনাল হক
৯০৷ সোয়াচ অব নো গ্রাউন্ড এর অবস্থান কোথায়?
-- বঙ্গোপসাগরে৷
ফেব্রুয়ারি
1/ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (BRRI) কতটি ধানের জাত উদ্ভাবন করেছে?- ৮২ টি
2/ বাংলাদেশে কোন জাতের ধান সবচেয়ে বেশি আবাদ হয়? - বিআরটিএ ২৮
3/ বর্তমানে BEPZA 'র অধীনে সরকারি আটটি ইপিজেডে কতটি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে?- ৩৮ টি
4/ বাংলাদেশের কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে?- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক (কক্সবাজার)
5/ বাংলাদেশ কোন দেশে সর্বাধিকপাটজাত পন্য রপ্তানি করে?- তুরস্ক
6/ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) এর নিজস্ব ভবন
কোথায়? - আগারগাঁও
7/ মজু চৌধুরীহাট নদীবন্দর কোথায় অবস্থিত?- লক্ষীপুর সদর
8/ বর্তমানে দেশে নদীবন্দর কতটি?- ২৯ টি
9/ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? - রাজারবাগ, ঢাকা
10/ পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?- ফরিদপুর
স্থানীয় সরকার(১১-১৫)
11/ বর্তমানে দেশে উপজেলার সংখ্যাকত?- ৪৯১ টি
12. দেশের ৪৯১ তম উপজেলার নাম কি?- লালমাই (কুমিল্লা)
13/ লালমাই উপজেলার আয়তন কত?- ১৪৭.০৩ বর্গকিলোমিটার
14/ বর্তমানে দেশে পৌরসভার সংখ্যাকত?- ৩২৭ টি
15/দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?- দোহাজারি ( চট্টগ্রাম)
16/পর্তুগালের গনতন্ত্রের জনক কে?- মারিও সোয়ারেস
17/ চাদেঁর বুকে অবতরণকারী সর্বশেষনভোচারীর নাম কি?- ইউজিন সারনেন
১৮/ জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) -এর সদর দপ্তর কোথায় ? -ইনচিয়ন,দক্ষিণ কোরিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্র(১৯-২২)
১৯/ যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে?-ডোনাল্ড ট্রাম্প।
২০/ যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? - মাইক পেন্স।
২১/ যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্তী কে? - রেক্স টিলারসন।
২২/ বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্তী কে? - জেমস ম্যাটিস।
২৩/ ১ জানুয়ারি ২০১৭ G-7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে? - পাওলো জোন্তিলোনি (ইতালি)।
২৪/ WTO'র ১১তম। মন্তী পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? – বুয়েন্স অায়ার্স, অার্জেন্টিনা।
২৫/ মানবদেহে অঙ্গের সংখ্যা কতটি? -৭৯টি ।
২৬/ মানবদেহের ৭৯ তম অঙ্গ কোনটি ? -মেসেনটেরি ।
ফো়কাস ইকোনমিক্স আউটলুক ২০১৬ (২৭-৩৫)
২৭/ তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?- ভারত ।
২৮/ পশম উৎপাদনর শীর্ষ দেশ কোনটি ? -চীন।
২৯/ কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?- ব্রাজিল ।
৩০/ কোকো উৎপাদনে ও ব্যবহারে শীর্ষদেশ কোনটি ? - অাইভরি কোস্ট।
৩১/ চিনি উৎপাদনে শীর্ষ দেশকোনটি ? - ব্রাজিল।
৩২/ গম উৎপাদনর ও ব্যবহারে শীর্ষ দেশকোনটি ? - চীন।
৩৩/ সয়াবিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? - যুক্তরাষ্ট্র
৩৪/ সয়াবিন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি ? - চীন ।
৩৫/ ভুট্রা উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি ? - যুক্তরাষ্ট্র
৩৬/ টেস্টে যে-কোন উইকেটে বাংলাদেশর সর্বোচ্চ রানের জুটি কত? - ২১৭ রান ।
ফিফা বর্ষসেরা ২০১৬(৩৭-৩৮)
৩৭/ বর্ষসেরা ফুটবলার কে? -রোনালদো ।
৩৮/ বর্ষসেরা নারী ফুটবলার কে? -কার্লি লয়েড
39/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি নতুন বিভাগ গঠিত হয় কবে? - ১৯ জানুয়ারি ২০১৭। বিভাগ দুটি -জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ
40/ স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?- হাতিয়া,নোয়াখালী
41/ স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?- জাহাইজ্জার চর
42/ দেশের ১১ তম শিক্ষা বোর্ডকোনটি? - ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
43/ জানুয়ারি ২০১৭ বাংলাদেশ কোন সংস্থার স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে?- Organization of American States(OAS)
44/ডট বাংলা (.bangla) ডোমেইন উদ্বোধন করা হয় কবে? - ৩১ ডিসেম্বর ২০১৬
45/বিশ্বের বৃহত্তম বিজ্ঞান ক্লাস কবে,কোথায় অনুষ্ঠিত হয়?- ১১ জানুয়ারি ২০১৭ ; কুলিয়াচর,কিশোরগঞ্জ
46/ দেশের ২৯ তম নদীবন্দর কোনটি?- মজু চৌধুরীরহাট নদীবন্দর, লক্ষীপুর
47/ অপারেশন জ্যাকপট – এর নেতৃত্বদানকারী ছিলেন কে?- কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী বীরবিক্রম,বীর উত্তম
48/ বাংলাদেশে শিক্ষাক্রমের পথিকৃৎকে?- অধ্যাপক মুহাম্মদ আবদুর জব্বার
49/ দেশে প্রথম উটপাখির ছানা জন্ম নেয় কবে?- ১৬ জানুয়ারি ২০১৭;
50/ জনগণ ও পুলিশ সদস্যের আদর্শ অনুপাত কত?- ৪০০ : ১
৫১/ বর্তমানে বাংলাদেশে জনগণ ও পুলিশ সদস্যের অনুপাত কত?-৮২২:১
৫২/ সন্ত্রাসবিরোধী ইসলামিক সামরিক জোট(IMAFT) কবে গঠন করা হয়? - ১৫ ডিসেম্বর ২০১৫।
৫৩/ IMAFT -সদর দপ্তর কোথায় অবস্হিত?- রিয়াদ, সৌদিআরব।
৫৪/ বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?- বেইপানজিয়াং ( Beipanjiang),চীন
৫৫/ Android - এর উদ্ভাবক কে?- অ্যান্ডি রুবিন ( যুক্তরাষ্ট্র)।
৫৬/ চীনের প্রথম মানবাকৃতির রোবটেরনাম কি?- জিয়া জিয়া।
৫৭/ Land of Ruby নামে পরিচিত কোন অঞ্চল?- মোগক উপত্যকা,মান্দালয়,মি
য়ানমার।
৫৮/ পিন্টারেস্ট কোন ধরনেরওয়েবসাইট?- ফটো শেয়ারিং।
দুর্নীতি ধারণাসূচক ২০১৬ (৫৯-৬১)
৫৯/ কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?- ডেনমার্ক ও নিউজিল্যান্ড (স্কোর ৯০)
৬০/ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?- সোমালিয়া ( স্কোর ১০)
৬১/ সূচকে বাংলাদেশের অবস্থান কত?- উর্ধ্বক্রমে ১৪৫ তম ও নিম্নক্রমে ১৫ তম( স্কোর ২৬)।
ফোকাস ইকোনমিক্স আউটলুক২০১৬(৬২-৭০)
৬২/ স্বর্ণ উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?- চীন।
৬৩/ ইস্পাত উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?- চীন।
৬৪/ দস্তা উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?- চীন।
৬৫/ সীসা উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?- চীন।
৬৬/ তামা উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? - চীন।
৬৭/ অ্যালুমিনিয়াম উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?- চীন।
৬৮/ পেট্রোল উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?-যুক্তরাষ্ট্র।
৬৯/ প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?- যুক্তরাষ্ট্র।
৭০/ কয়লা উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?-চীন
৭১/ "গেরিলা ৭১" গ্রন্থটি কার ?- বীরবিক্রম কর্নেল তৌফিকুর রহমানের
৭২/ জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? - কালো ঘোড়া
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
৭৩/ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ কবিতায় কে লাভ করেন? - আবু হাসান শাহরিয়ার
৭৪/ বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার ২০১৬ কথাসাহিত্যে কে লাভ করেন?- শাহাদুজ্জামান
৭৫/ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ প্রবন্ধ ও গবেষণা কে লাভ করেন? - মোরশেদ শফিউল হাসান
৭৬/ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ অনুবাদে কে লাভ করেন? - ড. নিয়াজ জামান
৭৭/ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কে লাভ করেন?- ডা. এম এ হাসান
৭৮/ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ আত্মজীবনী/ স্মৃতিকথায় কে লাভ করেন?- নূরজাহান বোস
৭৯/ বাংলা একাডেমি সাহিত্যপুরস্কার ২০১৬ শিশুসাহিত্যে কে লাভ করেন? - রাশেদ রউফ
৮০/ ব্লু ইকোনমি সেলের যাত্রা শুরু হয় কবে? - ৫ জানুয়ারি ২০১৭
৮১/ লন্ডনে অবস্থিত মাদাম তুসোর মোমের জাদুঘরের শাখা কোথায় স্থাপিত হতে যাচ্ছে? -ভারতের দিল্লিতে
সার্কের বর্তমান আঞ্চলিক কেন্দ্র
৮২/ সার্কের বর্তমান আঞ্চলিক কেন্দ্র কয়টি? -৫টি
৮৩/ সার্ক কৃষি কেন্দ্রের সদর দপ্তর কোথায়? -ঢাকা,বাংলাদেশ
৮৪/ সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্রের সদর দপ্তর কোথায়? -কাঠমন্ডু,নেপাল
৮৫/ সার্ক জ্বালানি কেন্দ্রের সদর দপ্তর কোথায়?-ইসলামাবাদ,পা
কিস্তান
৮৬/ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সদর দপ্তর কোথায়? -নয়াদিল্লী, ভারত
৮৭/ সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের সদর দপ্তর কোথায়? -কলম্বো, শ্রীলংকা
৮৯/ জাতিসংঘের মহাসচিব বান কি মুন পদ ছাড়েন কবে? - ৩১ ডিসেম্বর ২০১৬
৯০/ বান কি মুন কয় মেয়াদে মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন? - দুই মেয়াদে
৯১/ জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টেনিও গুতরেসে কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন? - পর্তুগালের
৯২/ অ্যান্টেনিও গুতরেসের বয়স কত? – ৬৭ বছর
৯৩/ কত বছর মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যের কর্মসূচি শুরু হয়? -১৫ বছর
৯৪/ টেকসই উন্নয়ন লক্ষ্যের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় কবে? -১জানুয়ারি ২০১৬
৯৫/ বৈশ্বিক লক্ষ্যমাত্রার মূল উদ্দেশ্য কি? -সকলের অংশগ্রহনে জনগণের জন্য বাসযোগ্য, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পৃথিবী গড়ার প্রত্যয়।
৯৬/ উত্তর মহাসাগর কোন গোলার্ধে অবস্থিত? - উত্তর গোলার্ধে
৯৭/ উত্তর মহাসাগরের ইংরেজী নাম কি? - Arctic Ocean
৯৮/ উত্তর মহাসাগরের অন্য নাম কি? - সুমেরু মহাসাগর,, সুমেরু ভুমধ্যসাগর
৯৯/ অ্যান্টার্কটিকা মহাসাগর কোন গোলার্ধে অবস্থিত? - দক্ষিণ গোলার্ধে
১০০/ অ্যান্টার্কটিকা মহাদেশের ইংরেজী নাম কি? - Southern Ocean
১০১/ অ্যান্টার্কটিকা মহাসাগরের অন্য নাম কি? - অস্ট্রাল মহাসাগর,,কুমেরু মহাসাগর
১০২/ উত্তর মহাসাগরের গভীরতম স্থানের নাম কি? - আর্কটিক বেসিন
মার্চ
১/ দেশের প্রথম নারী প্রধনা তথ্য কর্মকর্তা কে?--কামরুন নাহার
২/ টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে নির্মিত মুক্তিযোদ্ধের ভাস্কর্য 'বিজয় একাত্তর 'এর ভাস্কর্য কে?--সৈয়দ সাইফুল কবীর রঞ্জু
৩/ বর্তমান অর্থ সচিব কে?--হেদায়েতুল্লাহ আল মামুন
৪/ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্থ দিয়ে সরকার কি নামে তহবিল গঠন করবে ?--বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল
৫/ দেশের ২৭ তম গ্যাস ক্ষেত্র কোনটি?--মোবারকপুর গ্যাস ক্ষেত্র
৬/ মোবারকপুর গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?--সুজানগর, পাবনা
৭/ দেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার কে?--কে এম নুরুল হুদা
৮/ দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?--বেগম কবিতা খানম
৯/ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান কে?--প্রধান বিচারপতি
১০/ পাটবিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?--১৪ ফেব্রুয়ারি ২০১৭
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৫(১১-২২)
১১/ ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-- ময়মনসিংহ
১২/ মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-- ময়মনসিংহ
১৩/ চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--সাতক্ষীরা
১৪/ চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-- মৌলভীবাজার;
১৫/ পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--ফরিদপুর
১৬/ আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--মুন্সিগঞ্জ
১৭/ মসুর উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--রাজশাহী
১৮/ আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--রাজশাহী
১৯/ আখ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--নাটোর
২০/ পেয়াজঁ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--পাবনা
২১/ কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--কুষ্টিয়া
২২/ তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--ঝিনাইদহ
২৩/ বর্তমানে তেল উত্তোলনে শীর্ষ দেশ কোনটি?--রাশিয়া
২৪/ আফ্রিকান ইউনিয়ন (AU)এর বর্তমান সদস্য দেশ কতটি?-- ৫৫টি
২৫/ ৩০জানুয়ারি ২০১৭ কোন দেশ পুনরায় আফ্রিকান ইউনিয়নে(AU)এ যোগদান করে?--মরক্কো
২৬/ ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?--২৮-২৯ এপ্রিল ২০১৭
২৭/ ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?--মেট্রো ম্যানিলা, ফিলিপাইন
২৮/ ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?--১৩-১৪নভেম্বর ২০১৭
২৯/ ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?--পামপাঙ্গা,ফিলিপাইন
৩০/ বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা SEA -ME-WE 5এ যুক্ত হয় কবে?--২১ফেব্রুয়ারি ২০১৭
৩১/ SEA-ME-WE 5এর বাংলাদেশ ল্যান্ডিং ষ্টেশন কোথায়?--কুয়াকাটা,পটুয়াখালী
৩২/ SEA-ME-WE 5 এর দৈঘ্য কত?--২০,০০০কি.মি
৩৩/ SEA-ME-WE 5এর সাথে যুক্ত দেশ কতটি?--১৯টি
৩৪/ ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?--হংকং
৩৫/ ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?--উত্তর কোরিয়া
৩৬/ ২০১৭সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ কততম?--১২৮ তম
৩৭/ ২৭ফেব্রুয়ারি ২০১৭ বাংলাদেশ কোন দেশকে স্বীকৃত দেয়?--কসোভোকে
৩৮/ BARI উদ্ভাবিত ছত্রাক বা লেট ব্লাইটসহিষ্ণু দুটি আলু জাতের নাম কি?--অ্যালুয়েট ও ক্যারোলাস
৩৯/ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশযানে উৎক্ষেপণ করা হবে?--ফ্যালকন -৯
৪০/ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু -১ কবে উৎক্ষেপণ করা হবে?--১৬ডিসেম্বর ২০১৭
৪১/ বাংলাদেশে প্রথম অর্থ বছর ছিল---?--এপ্রিল -মার্চ ১৯৭৩
৪২/ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'পোস্টমাস্টার ৭১'এর পরিচালক কে?--আবির খান
৪৩/ দেশের তৃতীয় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল'নাফ ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল'কোথায় অবস্থিত?--টেকনাফ, কক্সবাজার
৪৪/ ২০১৭সালের প্রাইম ওয়াটারহাউস কুপারস (PWC)এর তথ্য অনুযায়ী জিডিপি-পিপিপি'র ভিত্তিতে বাংলাদেশ ২০১৬ সালে কততম অর্থনীতির দেশ?--৩১তম
৪৫/ বাংলাদেশ প্রথম সাবমেরিন বা SEA-ME-WE 4 এ যুক্ত হয় কবে?--২১মে ২০০৬
৪৬/ SEA-ME-WE 4 এর বাংলাদেশের ল্যান্ডিং ষ্টেশন কোথায়?--ঝিলংকা,কক্
সবাজার
৪৭/ দেশের একমাত্র পাথরখনি কোথায় অবস্থিত?--মধ্যপাড়া
,দিনাজপুর
৪৮/ বর্তমানে সড়ক দূর্ঘটনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?--১৪তম
৪৯/ কলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--টাঙ্গাইল
৫০/ সয়াবিন উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-- লক্ষীপুর
৫১/ তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--কুষ্টিয়া
৫২/ কমলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?--মৌলভীবাজার
৫৩/ সার্কের ১৩ তম মহাসচিব কে?--আমজাদ হোসেন সিয়াল(পাকিস্তান)
৫৪/ ব্রিটেনের প্রথম সংবাদ পত্রের নাম কি?--সত্যবাণী(প্রতিষ্ঠা ১৯১৬ সালে)
৫৫/ ভারতের কতটি রাজ্যে গরু জবাই বা গো মাংস খাওয়ার বৈধতা রয়েছে?---২৯টি রাজ্যের মধ্যের ৮টি রাজ্যে
৫৬/ ২০১৭সালে চতুর্থ BIMSTEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?--নেপাল
৫৭/ Justice কোন ভাষার শব্দ?--রোমান শব্দ
৫৮/ SEA-ME-WE এর পূর্ণরূপ কি?--South East Asia Middle East Western Europe
৫৯/ E7 বা উদীয়মান অর্থনীতির গ্রুপ এর অন্তভুক্ত দেশ কোন গুলো?--চীন, রাশিয়া, ভারত,ব্রাজিল, ইন্দোনেশিয়া,মেক্সিকো ও তুরস্ক
৬০/ বিশ্বের সর্ববৃহৎ তামাখনি কোনটি ও কোথায় অবস্থিত?--এস্কোনদিদা, চিলি;প্রতি বছর তামা উত্তোলিত হয় ৯ লাখ ২৭হাজার টন
৬১/ বর্তমানে বিশ্বে সর্ববৃহৎ উদ্বৃত্ত অর্থের দেশ কোনটি?--জার্মানি
৬২/ ওয়াটরগেট কেলেঙ্কারি গণমাধ্যমে ফাঁস করা সাংবাদিকের নাম কি?--কার্ল বার্নস্টেইন
৬৩/ নবম BRICS শীর্ষ সম্মেলন কবে,কোথায় অনুষ্ঠিত হবে?--৩-৫ সেপ্টেম্বর ২০১৭; জিয়ামেন,চীন
৬৪/ ৪৩ তম জি-৭ শীর্ষ সম্মেলন কবে,কোথায় অনুষ্ঠিত হবে?--২৬-২৭ মে ২০১৭;তাওরমিনা,ইতালি
৬৫/ ২০১৭ সালে অষ্টেলিয়ান ওপেনের নারী এককে শিরোপা জয়ী কে?--সেরেনা উইলিয়ামস(যুক্তরাষ্
ট্র)
৬৬/ ২০১৭সালে অষ্টেলিয়ান ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ী কে?--রজার ফেদেরার(সুইজারল্যান
্ড)
৬৭/ নারী এককে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ী কে?--মার্গারেট কোর্ট(অষ্টেলিয়া)
৬৮/ সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নাম কি?--ভুবন মাঝি
৬৯/ ভুবন মাঝি চলচ্চিত্রের পরিচালক কে?--আরেফিন খান
৭০/ ভুবন মাঝি চলচ্চিত্রের মূল দুটি চরিত্রে অভিনয় করেন কে কে?--কলকাতার পরমব্রত চট্রোপাধ্যায় ও বাংলাদেশের অর্পণা
অস্কার
৭১/ ৮৯তম অস্কারপ্রাপ্ত মুনলাইট চলচ্চিত্রের পরিচালক কে?--আদিল রোমানস্কি
৭২/ ৮৯তম অস্কারপ্রাপ্ত ড্যামিয়েন শেজেল পরিচালিত চলচ্চিত্রের নাম কি?--লা লা ল্যান্ড
৭৩/ ৮৯তম অস্কারপ্রাপ্ত ড্যামিয়েন শেজেল পরিচালিত লা লা ল্যান্ড এর অভিনেতা কে?--ক্যাসি অ্যাফ্লেক
৭৪/ ৮৯তম অস্কারপ্রাপ্ত ড্যামিয়েন শেজেল পরিচালিত লা লা ল্যান্ড এর অভিনেত্রী কে?--এমা ষ্টোন
৭৫/ ৮৯ তম অস্কার প্রাপ্ত বিদেশী ভাষায় চলচ্চিত্রের নাম কি?--দ্য সেলসম্যান(ইরান)
৭৬/ ৮৯ তম অস্কারপ্রাপ্ত বিদেশি ভাষার চলচ্চিত্র দ্য সেলসম্যান এর পরিচালক কে?--অাসগর ফারহাদি
৭৭/ ৮৯তম অস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র এর নাম কি?--মেড ইন আমেরিকা
৭৮/ ৮৯ তম অস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র মেড ইন আমেরিকা এর পরিচালক কে?--এজরা এদেলম্যান ও ক্যারোলিন ওয়াটারলো
৭৯/ ৮৯তম অস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের নাম কি?--দ্য হোয়াইট হেলমেটস(সিরিয়া)
৮০/ ৮৯ তম অস্কারপ্রাপ্ত মৌলিক সুর কোনটি?---লা লা ল্যান্ড
৮১/ প্রথম মুসলিম অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেন?--কৃষ্ণাঙ্গ মাহেরশালা আলি
৮২/ ৮৯তম অস্কারপ্রাপ্ত সর্বকনিষ্ঠ বিজয়ী পরিচালক কে?--ড্যানিয়েল শেজেল(৩২)
স্বাধীনতা পুরস্কার
৮৩/ জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার মনোনীত করা হয় কবে?--১৬ফেব্রুয়ারি ২০১৭
৮৪/ দেশের সবোর্চ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয় কতজনকে? --১৫ জনকে
৮৫/ স্বাধীনতা পুরস্কার ২০১৭ এ সাহিত্যে মনোনীত করা হয়?--বেগম রাবেয়া খাতুনও গোলাম সামদানী কোরায়শী
৮৬/ স্বাধীনতা পুরস্কার ২০১৭ জনপ্রশাসনে মনোনীত করা হয়?--প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামানকে
৮৭/ দেশের সবোর্চ্চ চূড়ার নাম কি?--ত্লাংময়
৮৮/ দেশের সবোর্চ্চ চূড়া ত্লাংময় এর উচ্চতা কত?--৩,৪৫১ফুট
৮৯/ দেশের সমুদ্রসীমা প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রনয়কারী কে?---ড.সাইদুর রহমান চৌধুরী
৯০/ প্রথম কোন পর্বতারোহী ২০০৬ সালে ত্লাংময় চূড়া আরোহণ করেন?--জিঙ ফুলেন
৯১/ বাংলাদেশের প্রথম ট্যুরিজম পার্ক এর নাম কি?-- জালিয়ার দ্বীপ
৯২/ কোথায় রোহিঙ্গা পুনর্বাসন করা হবে?--নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরে
৯৩/ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাছে মেঘনার মোহনায় বিরান দ্বীপের নাম কি?--ঠেঙ্গারচর
৯৪/ ভোলা জেলার ব্র্যান্ডিং নাম কি?---কুইন আইসল্যান্ড অব বাংলাদেশ
৯৫/ জামালপুরের ব্র্যান্ডিং নাম কি?---নকশীকাঁথার স্বর্গ, জামালপুরের গর্ব
৯৬/ যশোর জেলার ব্র্যান্ডিং নাম?--নকশী কাঁথা ফুলের মেলা খেজুর গুড়ের যশোর জেলা
৯৭/ কুষ্টিয়ার ব্র্যান্ডিং নাম?---সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়া
৯৮/ বাংলাদেশের ইলিশ খ্যাত জেলা কোনটি?--চাঁদপুর
৯৯/ সরকারের জেলা ব্র্যান্ডিং কার্যক্রম প্রথম কোথায় থেকে শুরু হয়?--চাঁদপুর থেকে
১০০/ ২০১৫ সালে চাঁদপুরের কি নামকরণ করা হয়?-- সিটি অব হিলসা
১০১/ দেশে বর্তমানে নদীবন্দর কতটি?--২৯টি
১০২/ বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর কোনটি?--পানামা নগর, সোনারগাঁ
১০৩/ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?--ব্র্যাক অন্বেষা
১০৪/ ২১ জানুয়ারি ২০১৭ জাতীয় সঙ্গীত গেয়ে কোন দেশ বিশ্বরেকর্ড গড়েন?--ভারত
১০৫/ জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড করার আয়োজন ভারতের কোন রাজ্যে করা হয়?-গুজরাটি রাজ্য
১০৬/ ভারতে জাতীয় সঙ্গীত গেয়ে রেকর্ড করার ক্ষেত্রে কতজন লোক অংশগ্রহন করেছিলেন?--৫,০৯,২৬১জন
১০৭/ ভারতের পূর্বে কোন দেশ জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়েন?--বাংলাদেশ
১০৮/ বাংলাদেশ কবে জাতীয় সঙ্গীত গেয়ে গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখান?--২৬ মার্চ ২০১৪(ঢাকায়)
১০৯/ ২৬ মার্চ ২০১৪ বাংলাদেশ জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার জন্য কতজন লোক অংশগ্রহণ করেছিলেন?
--২,৫৪,৬৮১ জন
একুশে পদক
১১০/ ২০১৭ সালে কতজন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করা হয়?---১৭ জন
১১১/ ২০১৭ সালের কত তারিখ একুশে পদকপ্রাপ্তদদের হাতে পদক তুলে দেওয়া হয়?--২০ ফ্রেব্রুয়ারি
১১২/ ২০১৭সালে ভাষা আন্দোলনের জন্য একুশে পদক পেয়েছেন কে?--ভাষাসৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন
১১৩/ একুশে পদক ২০১৭ সাংবাদিকতায় কে পেয়েছেন?--আবুল মোমেন ও স্বদেশ রায়
১১৪/ একুশে পদক ২০১৭ শিক্ষায় কে পেয়েছেন?-- প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন
১১৫/ একুশে পদক ২০১৭ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে কে পেয়েছেন?--ড.জামিলুর রেজা চৌধুরী
১১৬/ একুশে পদক ২০১৭ সালে সমাজসেবায় কে পেয়েছেন?--অধ্যাপক ডা. মাহমুদ হাসান
১১৭/ একুশে পদক ২০১৭ সালে ভাষা ও সাহিত্যে কে পেয়েছেন?--কবি ওমর আলী(মরণোত্তর)ও সুকুমার বড়ুয়া
১১৮/ একুশে পদক ২০১৭ সালে শিল্পকলায় (নৃত্য) কে পেয়েছেন?--শামীম আরা নীপা
বাংলাদেশ ১০০তম টেস্ট
অনুষ্ঠিত -(পি সারা ওভাল)কলম্বো (শ্রীলংকা)
তারিখ-১৫-১৯মার্চ,২০১৭
প্রতিপক্ষ দল-শ্রীলংকা
জয়ী দল-বাংলাদেশ
জয়-৪ উইকেটে
সেঞ্চুয়ান বাংলাদেশের পক্ষে- সাকিব আল হাসান\
কাপের নাম-জয় বাংলা কাপ(২টি টেস্ট)\
অধিনায়ক-মুশফিকুর রহিম(বাংলাদেশ)
সহ-অধিনায়ক-তামিম ইকবাল
স্মার্ট অব দা ম্যাচ-সাকিব আল হাসান
হিরো অব দা ম্যাচ-তামিম ইকবাল
বাংলাদেশ # চতুর্থ দেশ হিসেবে শততম টেস্ট ম্যাচ জয়লাভ করলো
১.অস্ট্রেলিয়া ১৯১২, ২.ওয়েস্ট ইন্ডিজ ১৯৬৫, ৩.পাকিস্তান ১৯৭৯, ৪.বাংলাদেশ ২০১৭
Knowledge World-জ্ঞান বিশ্ব
পেইজটাতে একবার প্রবেশ করে
দেখুন,
পোস্টগুলো কেমন লাগে।।
বন্ধুরা।।
ভাল লাগলে লাইক করে কমেন্ট
করুন।।

Knowledge World-জ্ঞান বিশ্ব

No comments:

Post a Comment