Saturday, August 5, 2017

কারক চিনতে চান তাহলে কবিতাটি পড়ুন।

প্রশ্ন কর কে বা কারা কর্তা বাবু দেবেন সাড়া,
প্রশ্ন কর কি বা কাকে উওর দেবে কর্ম তাকে,
কি দিয়ে আর কিসের দ্বারা করন কারক দেবে সাড়া,
কর্ম যদি হয়গো দান তবেই হবে সম্প্রদান,কোথা হতে প্রশ্ন কর অপাদানকে আকড়ে ধর,
কবে কোথায় কখন উওর দেবে অধিকরণ।

No comments:

Post a Comment