Saturday, September 30, 2017

প্রাণির টিস্যুর প্রকার ভেদ

(বিঃদ্র:-  আপনারা এটা Share করুন বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন  
 ভাল লাগলে কমেন্টে T লেখতে পারেন।)

১। প্রাণিদেহে কয় ধরণের টিস্যু পাওয়া যায় ?
-
ধরণের যথা :
.এপিথেলিয়াল বা আবরণী টিস্যু
খ। কানেকটিভটিস্যু বা যোজক কলা
খ। পেশিটিস্যু
গ। স্নায়ুটিস্যু

২। আবরণী টিস্যু কত প্রকার (৩৫তম বিসিএস )
-
৩প্রকার . স্কোয়ামাস .কিউবডাল . কলামনার
৩। কোন টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা কম ?
-
কানেকটিভ বা যোজক টিস্যুতে।
৪। কানেকটিভ বা যোজক টিস্যু কত প্রকার ?
-
প্রকার। , ফ্রাইব্রাস . স্কেলিটার . তরল টিস্যু।
৫। অস্থি তরুনাস্থি কোণ ধরণের টিস্যু ?
-
স্কেলিটাল যোজক টিস্যু।
৬। রক্ত কি ধরণের টিস্যু ?
-
তরল যোজক টিস্যু।
৭। রক্ত কি ধরণের ?
-
ক্ষারীয় , ঈষদ লবণাক্ত
৮। রক্ত কোন কোন নালির ভিতর দিয়ে প্রবাহিত হয় ?
-
শিরা , ধমনী , কৈশিকজালিকা।
৯। রক্তের উপাদান কয়টি ?
-
২টি যথা। রক্ত রস রক্ত কণিকা
১০। রক্তরসে শতকরা কত অংশ পানি ?
-
৯১-৯২%
১১।রক্তকণিকা কয় ধরণের ?
-
৩ধরণের যথা . লোহিত কণিকা , . শ্বেত কণিকা . অনুচক্রিকা
১২। কিসের কারণে রক্ত লাল হয় ?
-
হিমোগ্লোবিনের কারনে।
১২। হিমোগ্লোবিন কি? (৩৫তম)
-
আয়রণ বা লৌহজাত
১৩। কে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ?
-
হিমোগ্লোবিন।
১৪। জীবানু ধ্বংস করে কে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয় ?
-
শ্বেত কণিকা।
১৫। রক্ত জমাট বাঁধতে কে সহয়তা করে ?
-
অনুচক্রিকা বা থ্রম্বোসাইট।
১৬।কোন টিস্যুতে একাধিক নিউক্লিয়াস থাকে?
-
পেশি টিস্যু। এজন্য পেশিতে এত শক্তি
১৭। পেশি টিস্যু কত প্রকার ?
-
৩প্রকার যথা : . ঐচ্ছিক . অনৈচ্ছিক . হৃদ পেশি
১৮।মানুষের পাযের পেশি কোন ধরণের পেশি ?
-
ঐচ্ছিক পেশি। >(এটিতে আড়াআড়ি দাগ থাকে বলে একে অমসৃণ পেশিও বলে।
১৯। মেরুদন্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিকনালী, ইত্যাদিতে কোন পেশি থাকে?
-
অনৈচ্ছিক পেশি বা মসৃন পেশি।
২০। কার্ডিয়াক বা হৃদপেশি কি ধরণের পেশি?(৩৫তম বিসিএস )
-
এক বিশেষ ধরণের অনৈচ্ছিক পেশি।
২১। কোন টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় এবং তাতে সাড়া দেয় ?
-
স্নায়ুটিস্যু
২২। স্নায়ুটিস্যুর একক কি?
-
নিউরণ
২২। একটি নিউরণে কয়টি অংশ থাকে?
-
৩টি। যথা : অ্যাক্সন, ডেনড্রাইট, কোষদেহ।
২২। নিউরণের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে কি বলে ?
-
অ্যাক্সন।
২৩। নিউরনের কোষদেহে প্রলম্বিত অংশকে বলে
-
ডেনড্রাইট।
২৪। পরপর দুট নিউরনে প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়সন্ধি গঠিত হয় তাকে কি বলে ?
-
সিনাপসিস।
২৪। কার মাধ্যমে স্নায়ুটিস্যু উদ্দিপণা বহন সংগ্রহ করে ?
-
সিনাপসিস।
২৫। প্রাণীদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ?
-- -
ত্বক
২৬।হরমোন কোন গ্রন্থি থেকে নিসৃত হয় ?
-
অন্ত:ক্ষরা
২৭। কোন কোন গ্রন্থির সম্বনয়ে অন্ত:ক্ষরা গ্রন্থি গঠিত?
-
পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড ,অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস সুপ্রেনাল ইত্যাদি

No comments:

Post a Comment