Tuesday, September 26, 2017

⏩যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য ⬇⬇


🌙🌙আতশবাজি ও ফটোগ্রাফির ফ্লাশ পাউডার তৈরীতে ব্যবহৃত হয়- ম্যাগনেসিয়াম ।

🌙🌙 ইউরিয়া সারের প্রধান কাঁচামাল – মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস, নাইট্রোজেন ।

🌙🌙 ইস্পাতে কার্বনের পরিমান – ০.১৫ – ১.৫ % ।

🌙🌙 ইস্পাতে সুনিয়ন্ত্রিত – কার্বন থাকে ।

🌙🌙 উড়োজাহাজ বা মোটরগাড়ির খোলস তৈরী হয় – ডুরালুমিন (অ্যালুমিনিয়াম) দিয়ে।

🌙🌙 উপধাতু যে সব মৌল কখনো কখনো ধাতুর মতো আবার কখনো কখনো অধাতুর মতো আচরন করে – সিলিকন ।

🌙🌙নীলা, চুনি, পান্না প্রভৃতি মূল্যবান পাথরগুলো – অ্যালুমিনিয়ামের যৌগ ।

🌙🌙 পানি পরিশোধনে ব্যবহৃত হয় - ফিটকিরি
🔝

No comments:

Post a Comment