Sunday, October 1, 2017

সাম্প্রতিক জ্ঞান

#বিষয়:- সাম্প্রতিক জ্ঞান
#রাত:-
মোট পরীক্ষা :-৩৩
_____________________________
#প্রশ্ন1:- দেশের প্রথম মেরিন জাদুঘর কোথায় ?
ক। কক্সবাজার
খ।পটুয়াখালী
গ। ভোলা
ঘ।পতেঙ্গা
#প্রশ্ন2:- জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায়  ?
ক।কক্সবাজার
খ।পটুয়াখালী
গ।পতেঙ্গা
ঘ। ভোলা

#প্রশ্ন3:-বর্তমানে দেশের স্হলবন্দর কতটি  ?
ক।20টি
খ।23টি
গ।25টি
ঘ।21টি

#প্রশ্ন4:- বাংলাদেশি পণ্য শুল্কমুক্তি সুবিধা পায়  ?
ক। 50টি দেশে
খ।67 টি দেশে
গ।48টি দেশে
ঘ।49টি দেশে

#প্রশ্ন5:- শেয়ারবাজারে বিশ্বের প্রথম ইসলামি সূচক চালু হয় ?
ক।কাতার
খ।ইরান
গ।বাহরাইন
ঘ।কুয়েত

#প্রশ্ন6:-  চীন প্রথম বৈদেশিক নৌঘাঁটি স্হাপন করে ?
ক। ব্রাজিল
খ।জিবুতি
গ।সোমালিয়া
ঘ।উগান্ডা

#প্রশ্ন7:- পারমাণবিক অস্ত্র নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ ?
ক।রাশিয়া
খ।যুক্তরাজ্য
গ।চীন
ঘ।অস্ট্রেলিয়া

#প্রশ্ন8:- এগারতম বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দেশ ?
ক। ইংল্যান্ড
খ। অষ্ট্রেলিয়া
গ। নেদারল্যান্ড
ঘ।ভারত

#প্রশ্ন9:- 32 তম অলিম্পিক গেইমস কোথায় হবে ?
ক।জাপান
খ।ফ্রান্স
গ। নরওয়ে
ঘ।চীন

#প্রশ্ন10:- মালালা ৩১৬২০১ হলো  ?
ক।গ্রহ
খ।নক্ষত্র
গ।গ্রহাণুপুঞ্জ
ঘ।কোনটাই না

★সবাই প্রশ্নের উত্তর দিবেন। ভূল হোক, তাতে সমস্যা নাই। এতে করে শিখতে পারবেন। তবে ইচ্ছে করে ভূল করবেন না।

No comments:

Post a Comment