Sunday, October 1, 2017

রক্তে  রক্তরসের পরিমান -৫৫%

*সা. বিঞ্জান*
# একজন সুস্থ  মানুষের দেহে রক্ত থাকে - প্রায় ৫-৬ লিটার।
#রক্তের  প্রধানউপাদান -রক্তরস বা প্লাজমা এবং রক্তকনিকা।

#রক্তে  রক্তরসের পরিমান -৫৫%

#রক্তকনিকার পরিমান -৪৫%

#রক্তরসে পানির পরিমান - ৯০%

#রক্তরসের তরল অংশ - প্লাজমা

#রক্তকনিকা প্রধানত তিন প্রকার - লোহিতরক্তকনিকা, শ্নেত রক্তকনিকা অনুচক্রিকা

#লোহিত রক্তকনিকার আয়ু প্রায় - ১২০ দিন

#শ্বেতকনিকার গড় আয়ু - ১-১৫ দিন।

# মানবদেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে লোহিত কনিকার সংখ্যা -ভ্রুনদেহে ৮০-৯০ লাখ, শিশুর দেহে -৬০-৭০ লাখ, পূর্নবয়স্কপুরুষ দেহে ৪.৪- ৫.৫ লাখ, নারীর দেহে ৪-৫লাখ।

#মানবদেহে প্রতি ঘনমিলিমিটারে শ্বেতকনিকার
সংখ্যা -৪-১০ হাজার।

#ফ্যাগোসাইটোসিস প্রকিয়ায় জীবাণু  ধ্বংশ করে-শ্বেতরক্তকনিকা।

#DNA থাকে-শ্বেত রক্তকনিকায়।

#অনুচক্রিকার গড়আয়ু - ৫-১০ দিন

#মানবদেহে প্রতিঘনমিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা- প্রায়  লাখ

# লোহিত রক্তকনিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধিপাওয়াকে  বলাহয় -পলিসাইথিমিয়া।

#লোহিত রক্তকনিকার সংখ্যা কমে যাওয়াকে বলা হয় - অ্যানিমিয়া।

#বংশগত রক্তেরর এক প্রকার রোগ- থ্যালাসিমিয়া।

No comments:

Post a Comment