Sunday, December 10, 2017

সারমর্ম কে বলে তোমারে বন্ধু, অস্পৃশ্য অশুচি কে বলে তোমারে বন্ধু, অস্পৃশ্য অশুচি শুচিতা ফিরিছে সাদা তোমারি পিছনে। তুমি আছ, গৃহবাসে তাই আছে রুচি, নইলে মানুষ বুঝি ফিরে যেত বনে। শিশুজ্ঞানে সেবা তুমি করিতেছ সবে, ঘুচাইছ রাত্রিদিন সর্ব ক্লেদ গ্লানি। ঘৃণার নাহিক কিছু স্নেহের মানবে, হে বন্ধু, তুমিই একা জেনেছ সে বাণী। নির্বিচারে আবর্জনা বহু অহর্নিশ নির্বিকার সদা শুচি তুমি গঙ্গাজল। নীলকণ্ঠ করেছেন পৃত্বীবে নির্বিষ। আর তুমি? তুমি তারে করেছ নির্মল। এস বন্ধু, এস বীর, শক্তি দাও চিতে কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে। সারমর্ম: অস্পৃশ্য, অশুচি বলে সমাজের নিচু শ্রেণির মানুষদের অপবাদ দেয়া অন্যায়। তারা কাজ ও পরিশ্রমের মাধ্যমে সমস্ত জঞ্জাল পরিষ্কার করে পৃথিবীকে বসবাসের উপযোগী করে। তাদের নিকট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমাদের উচিত এই মেহনতি মানুষদের সম্মান করা।

No comments:

Post a Comment