Sunday, December 10, 2017

সারমর্ম যাক বান ডেকে যাক বাইরে এবং ঘরে যাক বান ডেকে যাক বাইরে এবং ঘরে আর নাচুক আকাশ শূন্য মাথার পরে, আসুক জোরে হাওয়া; এই আকাশ মাটি উঠুক কেঁপে কেঁপে, শুধু ঝড় বয়ে যাক মরা জীবন ছেপে, বিজলী দিয়ে হাওয়া। আয় ভাইবোনেরা ভয় ভাবনাহীন সেই বিজলী নিয়ে গড়ি নতুন দিন। আয় অন্ধকারের বদ্ধ দুয়ার খুলে বুনো হাওয়ার মত আয়রে দুলে দুলে গেয়ে নতুন গান যত আবর্জনা উড়িয়ে দেরে দূরে, আজ মরা গাঙের বুকে নূতন সুরে ছড়িয়ে দেরে প্রাণ। সারমর্ম: কল্যাণের পথে যাত্রায় পদে পদে নানা বাধা আসে। এই বাধাকে ভয় পেলে চলবে না। ভয়কে শক্তিকে রূপান্তরিত করে সবাই মিলে পৌঁছতে হবে সেই গন্তব্যে যেখানে আছে কল্যাণ, সমৃদ্ধি, মুক্তি।

No comments:

Post a Comment