Sunday, December 10, 2017

সারমর্ম মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন, মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে, স্বীয় কীর্তিধ্বজা ধরে, আমরাও হব বরণীয়। সময় সাগর তীরে, পদাঙ্ক অঙ্কিত করে, আমরাও হব যে অমর সেই চিহ্ন লক্ষ্য করে, অন্য কোন জন পরে, যশোদ্বারে আসিবে সত্বর। করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে, সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা, ব্রতী হয়ে নিজ নিজ কাজে। সারমর্ম: এ পৃথিবীতে মহৎ ব্যক্তিগণ তাদের কীর্তির মাধ্যমে অমর হয়ে আছেন। আমাদেরও উচিত তাদের পদাংক অনুসরণ করা। নশ্বর পৃথিবীতে বৃথা সময় নষ্ট না করে সাধনা ও কর্ম করা, তবেই জীবন সার্থক হবে।

No comments:

Post a Comment