Sunday, December 10, 2017

সারমর্ম তোমার ন্যায়ের দন্ড- প্রত্যেকের করে তোমার ন্যায়ের দন্ড- প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসনভার হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কাজে যেন নাহি ডরি কভু কারে। সারমর্ম: ন্যায় এবং সত্যের ধারক পরম করুণাময় স্রষ্টা প্রতিটি মানুষের মধ্যেই সঞ্চারিত করেছেন ন্যায়-অন্যায় বোধ, বিবেকবোধ আর শাসন করার ক্ষমতা। বিনীত ব্যক্তি স্রষ্টা প্রদত্ত শক্তি এবং ক্ষমতা নির্ভীকচিত্তে, সঠিকভাবে প্রযোগ করতে চান। আর এ জন্য তিনি স্রষ্টার কৃপা প্রার্থনা করেন।

No comments:

Post a Comment