Wednesday, December 20, 2017

১৮৫ পদে বাংলাদেশ রেলওয়ে্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৮৫ পদে বাংলাদেশ রেলওয়ে্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আর এন বি) বিভাগে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রইতষ্ঠানটি সিপাহি পদে ১৮৫ জনকে নিয়োগ দেবে।

পদের নাম

সিপাহী (আরএনপি)

যোগ্যতা

পদটিতে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে এসএসসি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সমমান উত্তীর্ণ হতে হবে।চাকরির বয়সসীমা ১৮ থেকে ২২ বছর। প্রার্থীর উচ্চতা, বুকের মাপ ও ওজন সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা ও অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ শেষে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আবেদনের জন্য নির্ধারিত মডেল ফরম www.railway.gov.bd ওয়েবসাইট থেকে ডাউলোড করতে হবে।এ-৪ সাইজ কাগজে পূরণকুত আবেদনপত্র ‘চীফ কমান্ড্যান্ট(পূর্ব)’ রেলওয়ে নিরাপত্তা বাহিনী,সিআরবি, চট্টগ্রাম, এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে পৌছাতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগোমী ২০ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত।

বিস্তারিত নিচেঃ

No comments:

Post a Comment