Sunday, December 10, 2017

সারমর্ম ক্রন্দিছে নিখিল বন্দী, হে নবীন, মুক্ত কর তারে, ক্রন্দিছে নিখিল বন্দী, হে নবীন, মুক্ত কর তারে, নিয়ে চল আলো অভিসারে। পৃথিবীর অধিকার-বঞ্চিত যে ভিক্ষুকের দল-, জীবনের বন্যাবেগে তাদের কর বিচঞ্চল। অসত্য অন্যায় যত ডুবে থাক, সত্যের প্রসাদ পিয়ে লভ অমৃতের স্বাদ। অজস্র মৃত্যুরে লঙ্ঘি হে নবীন, চল অনায়াসে মৃত্যুঞ্জয়ী জীবন-উল্লাসে। সারমর্ম: এ পৃথিবীতে নবীনরাই মৃত্যুভয়কে জয় করে অন্ধকারাচ্ছন্ন বিপদসংকুল পথ পাড়ি দিতে পারে। তাইতো শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে প্রতিবাদী হয়ে সংগ্রামের পথে যেতে হবে। মানবতার এ পথই চিরায়ত কল্যাণের

No comments:

Post a Comment