Friday, December 15, 2017

আজকের অগ্রাণী ব্যাংকের চাকরির পরীক্ষার প্রশ্নের বাংলা সমাধান

বাংলাঃ 

১.নিপাতনে সিদ্ধ সন্ধি - তস্কর
২.যা বাগধারা অন্যগুলো থেকে আলাদা- মানিক জোর 
৩. পর কে পালন করে যে- পরভৃৎ
৪.লাইলী মজনু সম্পদনা করে- আহমদ শরীফ
৫. বিভূই শব্দের বি উপসর্গ - ভিন্নতা 
৬. উত্তম পুরুষ উপন্যাসের রচিয়তা- রশীদ করিম
৭. লিপিকা যে ধরনের গ্রন্থ- কাব্য 
৮. আসাদের শার্ট কবিতার রচিয়াতা- শামসুর রহমান
৯. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নাওয়- অহিংসা 
১০. বিদেশি ভাষা শিখবো মাতৃভাষা শিখার পর - আবুল মনসুর আহমেদ 
১২. সঠিক বানান কোনটি- পূর্বাহ্ন 
১৩.সামরিক শাসন বিরধী- ওস্কার 
১৪. Ombudsman এর বাংলা পরিভাষা - ন্যায়পাল 
১৫. To kick the bucket - পটল তোলা 
১৬. রাত্রীকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রূপ- সৌপ্তিক

No comments:

Post a Comment