Sunday, December 10, 2017

সারমর্ম কতবার এল কত না দস্যু, কত না বার কতবার এল কত না দস্যু, কত না বার ঠগে ঠগে হল আমাদের কত গ্রাম উজাড় কত বুলবুলি খেল কত ধান- কত মা গাইল বর্গীর গান- তবু বেঁচে থাকে অমর প্রাণ- এ জনতার- কৃষাণ, কুমোর, জেলে, মাঝি, তাঁতি আর কামার, অমর দেশের মাটিতে মানুষ তাদের প্রাণ- মূঢ় মৃত্যুর মুখে জাগে তাই কঠিন গান। সারমর্ম: বাঙালির ইতহাস রক্তে রঞ্জিত ইতিহাস। সুদীর্ঘকাল থেকে বাংলার বুকে নেমে এসেছে অত্যাচারের খড়গ। তবু বাংলার সংগ্রামী শ্রমজীবী মানুষ বহিরাগত আক্রমণের মুখেও অব্যাহত রেখেছে জীবনধারা।

No comments:

Post a Comment