Sunday, December 10, 2017

সারমর্ম আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে- জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, ‘সুন্দর’- সুন্দর হল সে। তুমি বলবে, এ যে তত্ত্বকথা। এ কবির বাণী নয়। আমি বলব এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার-পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। সারমর্ম: মানুষ সুন্দরের পূজারী। কারণ সৌন্দর্য মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে মানুষ পৃথিবীকে নতুন করে ভালোবাসে। তাই পৃথিবীর সৌন্দর্য ও ভালোবাসা সত্য এবং শ্রেষ্ঠ।

No comments:

Post a Comment