Sunday, December 10, 2017

সারমর্ম তোমাতে আমার পিতা-পিতামহগণ তোমাতে আমার পিতা-পিতামহগণ জন্মেছিলে একদিন আমারি মতন। তোমারি এ বায়ুতাপে তাহাদের দেহ পুষেছিলে পুষিতেছ আমায় যেমন। জন্মভূমি জননী আমার যেথা তুমি তাহাদেরও সেই রূপ তুমি মাতৃভূমি। তোমারি কোড়েতে মোর পিতামহগণ নিদ্রিত আছেন সুখে জীবলীলা শেষে। তাদের শোণিত অস্থি সকলি এখন তোমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে। তোমার ধূলিতে গড়া এ দেহ আমার তোমাদের ধূলিতে কালে মিলাবে আবার। সারমর্ম: আবহমান কাল ধরে পূর্বপুরুষগণ জন্ম ভূমির আলো বাতাসে বড় হয়ে আবার জন্মভূমির মাটিতেই মিশে গেছেন। তেমনি বর্তমান কালের মানুষও একদিন পূর্বপুরুষদের মতো জন্মভূমির মাটিতে বিলীন হয়ে যাবে। এজন্যই প্রতিটি দেশপ্রেমিক মানুষ জন্মভূমির প্রতি কৃতজ্ঞ।

No comments:

Post a Comment