Friday, December 15, 2017

কোন পাখি উড়ন্ত অবস্তায় ডিম পাড়ে,মাটিতে পড়ার আগে বাচ্চ ফুটিয়া উড়িয়া যায়?

✍ প্রশ্ন: কোন পাখি উড়ন্ত অবস্তায় ডিম
পাড়ে,মাটিতে পড়ার আগে বাচ্চ ফুটিয়া উড়িয়া যায়?
উত্তর: হোমা পাখি।
✍ প্রশ্ন: কোন পাখি বাচ্চাকে দুধ খাওয়ায়?
উত্তর: ডাকবিল।
✍ প্রশ্ন: কোন পশুর চামড়ায় বন্দুকের গুলী ঢুকে
না?
উত্তর: গন্ডর।
✍ প্রশ্ন: কোন পাখি মানুষের মত হাটে?
উত্তর: পেঙ্গুইন পাখি।
✍ প্রশ্ন: কোন মাছ মানুষের মত হাটতে পারে?
উত্তর: এ্যাংলার ফিস।
✍ প্রশ্ন: কোন পাখি মানুষের মত গান গাইতে পারে?
উত্তর: মনিং বার্ড।
✍ প্রশ্ন: কোন প্রাণী মুখে খায় মুখেই পায়খানা
কনে?
উত্তর: বাঁদুড়।
✍ প্রশ্ন: কোন সাপ আকাশে উড়ে?
উত্তর: প্যারাডাইস ট্রি স্নেক।
✍ প্রশ্ন: কোন দেশে ব্যাঙের গায়ে বড় বড় চুল
আছে?
উত্তর: পশ্চিম আফ্রিকায়।
✍ প্রশ্ন: কোন দেশে ব্যাঙ আকাশে উড়ে?
উত্তর: ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় "রাকো
কোরাস" ব্যাঙ আকেশে উড়ে।
✍ প্রশ্ন: কোন মাছ আকাশে উড়তে পারে?
উত্তর: ফ্লাইফিস।
.
⭕ ধন্যবাদ জানাতে T=(Thanks) লিখে কমেন্ট করুন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে উৎসাহ পাই।আর পরবর্তীতে পড়ার জন্য শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

No comments:

Post a Comment