Sunday, December 10, 2017

সারমর্ম একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় আগন্তুক! রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছ সূর্য-নক্ষত্রের সাথে। দূর আকাশর ছায়াপথে যে আলোক আসে নামি ধরণীর শ্যামল ললাটে সে তোমার চক্ষু চুম্বি তোমারে বেঁধেছে অনুক্ষণ সখ্যডোরে দ্যুলোকের সাথে; যুগ-যুগান্তর হতে মহাকালযাত্রী মহাবাণী পুণ্য মুহূর্তের তব শুভক্ষণে দিয়াছে সম্মান; তোমার সম্মুখ দিকে আত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে- সেথা তুমি এক যাত্রী অফুরন্ত এ মহাবিস্ময়। সারমর্ম: দোলনা থেকে কবর পর্যন্ত মানবসভ্যতার সঙ্গে মানুষ অবিচ্ছেদ্য সম্পর্ক অনুভব করে। প্রকৃতির সঙ্গেও রয়েছে মানুষের সুসম্পর্ক। প্রকৃতির সান্নিধ্যেই মানুষের জীবন বিকশিত হয়। কিন্তু এই অবিচ্ছেদ্য সম্পর্ক থাকা সত্ত্বেও মৃত্যুপথযাত্রী মানুষ সঙ্গীহীন।

No comments:

Post a Comment