Saturday, December 9, 2017

প্রশ্নঃ ইউটিউব হতে কত টাকা আয় করা সম্ভব?

উত্তরঃ
         এটার কোন ধরাবাঁধা সংখ্যা নেই। আপনি ভালো কন্টেন্টের ভিডিও বানালে মানুষ আপনার ভিডিও বেশি দেখবে। আর বেশি বেশি ভিউ (View) মানে বেশি বেশি ডলার।

        বলা হয়ে থাকে যে, প্রতি ১০০০ ভিউয়ের জন্য ১ডলার পাওয়া যায়। এটা কিছুটা কম-বেশি হতে পারে। আসলে টাকাটা আসে ভিডিওর উপর দেখানো অ্যাডস্‌ (Ads) গুলোতে ক্লিকের উপর।

সুতরাং, ১০০০ ভিঊ কিন্ত ০ ক্লিকের মানে হচ্ছে ০ ডলার। তবে ভিঊ বেশি হলে ক্লিক বেশি হবে এটাই স্বাভাবিক।

No comments:

Post a Comment