Sunday, December 10, 2017

সারমর্ম পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস? পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস? পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস? তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে, মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে? আপনারে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচে অলীক, ফাঁকি, মেকি সে জন নামটা তার কদিন বাঁচে? পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যা রে, খাঁটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি না রে। সারমর্ম: অন্যের অনুকরণ না করে নিজের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তা বিকশিত করার মাধ্যমেই গৌরব বৃদ্ধি পায়। তাই নিজের মেধা ও বুদ্ধি দিয়ে স্বাভাবিক গুণাবলীর বিকাশ ঘটানোর মধ্যেই যথাযথ মর্যাদা নিহিত।

No comments:

Post a Comment