Sunday, December 10, 2017

সারমর্ম ধন্য আশা কুহকিনী। তোমার মায়া ধন্য আশা কুহকিনী। তোমার মায়া অসার সংসার চক্র ঘোরে নিরবধি। দাঁড়াইত স্থিরভাবে, চলিত না হায় মন্ত্রবলে তুমি চক্র না ঘুরাতে যদি। ভবিষ্যৎ অন্ধ, মূঢ় মানবসকল ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল-আকার, তব ইন্দ্রজালে মুগ্ধ, পেয়ে তব বল। বুঝিছে জীবনযুদ্ধে হায় অনির্বার নাচায় পুতুল যথা দক্ষ বাজিকরে নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে। সারমর্ম: জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে আশা মানুষকে সঞ্জীবিত করে। আশা আছে বলেই মানুষ তার ভবিষ্যতকে না জেনেও সেই পথেই অগ্রসর হয়, বর্তমানকে সাদরে গ্রহণ করে। অর্থাৎ সংসারচক্রে আশাই মানুষের বেঁচে থাকার একমাত্র প্রেরণা।

No comments:

Post a Comment