Sunday, December 10, 2017

সারমর্ম কাঁদিবার নহে শুধু বিশাল প্রাঙ্গণ। কাঁদিবার নহে শুধু বিশাল প্রাঙ্গণ। রাবণের চিতাসম যদিও আমার জ্বলিছে জ্বলুক প্রাণ, কেন এ ক্রন্দন? অপরের দুঃখ-জ্বালা হবে মিটাইতে হাসি-আবরণ টানি দুঃখ ভুলে যাও, জীবনের সর্বস্ব, অশ্রু মুছাইতে বাসনার স্তর ভাঙ্গি বিশ্বেরে ঢেলে দাও। হায়. হায়, জন্মিয়া যদি না ফুটালে একটি কুসুমকলি নয়ন কিরণে, একটি জীবনব্যথা যদি না জুড়ালে বুকভরা প্রেম ঢেলে বিফল জীবনে। আপনা রাখিলে ব্যর্থ জীবন-সাধনা। জনম বিশ্বের তরে, পরার্থে কামনা। সারমর্ম: নিজের দুঃখ, ব্যথা, নিজ স্বার্থে নিমগ্ন হয়ে থাকা মানবজীবনের লক্ষ্য নয়। যে জীবন অন্যের দুঃখ দূর করতে না পারে, অন্যের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিতে পারে না, সে জীবন ব্যর্থ। ভোগ-বিলাস, কামনা-বাসনা নয়, আত্মস্বার্থ সিদ্ধি নয়, ত্যাগের মহিমাই জীবনকে সার্থক করে তোলে।

No comments:

Post a Comment