Sunday, May 6, 2018

১৪. কবুতরের মুখে ঘা ও তার চিকিৎসা ঃ

কবুতরের মুখে ঘা ও তার চিকিৎসা ঃ প্রথমেই একটা জিনিষ আমাদের খুব দরকার কবুতরের চিকিৎসায় তা হল, কবুতরের প্রতি অনেক ভালবাসা , আর ধৈর্য , একটা কথা মনে রাখবেন , আমরা যারা কবুতর পালি তাদের অবশ্যই এর কোন ত্রুটি হলে , অযত্ন হলে , আমাদের অবহেলায় ওরা কষ্ট পেলে মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে নিশ্চিত । আল্লাহ্‌ আমাদের মাফ করুন আর ওদের প্রতি ভালবাসা বাড়িয়ে দিন। চিকিৎসা ও পদ্ধতিঃ ১) প্রথমে হালকা করে মুখের ঘা এর উপরের আবরন পরিষ্কার করতে হবে পরিষ্কার কাঠি দিয়ে যাতে রক্ত না বের হয় । তার পর মানুষের মুখে ঘা এর ট্যাবলেট রিবসন দৈনিক একটা সকালে একটা রাতে খাওয়াবেন সেরে গেলে বন্ধ করবেন , না হলে ৮-১০ দিন চলবে । খাবার খেতে না পারলে রাইচ গম ভিজিয়ে বা আটা গুলে লিকুইড করে/ রাইচ সেলাইন খাওয়ান ১০ সি সি এর ২/৩ শিরিঞ্জে ২/৩ বার । ২) উপরের নিয়মে কাজ না হলে অই ওষুধের সাথে মানুষের ফ্লাযিল ট্যাবলেট গুরা করে ১০/১ ভাগ করে ৩ বেলা ৫-৭ দিন খাওয়ান । ইনশাআল্লাহ কাজ হবে । ৩) উপরের নিয়মে কাজ না হলে বা ধিরে কাজ হলে মানুষের মুখে ঘা এর একটা মলম আছে অ্যাপসল এইটা লাগান মুখে ৩ বেলা .৫-৭ দিন ।ইনশাআল্লাহ্‌ কাজ হবে । বিঃ দ্র ঃ আমার স্বল্প জানা থেকে বলা , তাই ভুল থাকা স্বাভাবিক , ভাল জানে এমন কারো পরামর্শ নিন । প্রয়োজনে ৭ দিন দেরি করুন , কিন্তু ভুল চিকিৎসা করবেন নাহ ।

LikeReactCommentShare

66

Milon Sk

ধন্যবাদ জানাই আপনাকে।

Like · React · Reply · Report · 5 August 2017

Obaidul Hoque

ভালো লাগল

Like · React · Reply · Report · 8 August 2017

Abdullah Wahidur Rahman

তারিক ভাই এটা কি ক্যাংকার রোগ বলতে আমরা যেটা জানি সে রোগের চিকিৎসা?

2 · Like · React · Reply · Report · 23 September 2017

عبد الرحمن

thanks vai,,,

Like · React · Reply · Report · 20 November 2017

Saki Ibrahim

ক্যাংকার এর জন‍্য কি এ চিকিৎসা করা যাবে?

Like · React · Reply · Report · 28 November 2017

Humayum Kabir

Like · React · Reply · Report · 26 March

Joynal Pigeon Loft Comilla

ভাই অ্যাপসল মুখের ভিতর গেলে কোন সমস্যা হবে।

Like · React · Reply · Report · 3 April

Write a comment...

 · 

Install Facebook on your V85 and browse faster

Create PageHelpSettings & privacyUnlimited music streamingReport a ProblemTerms & PoliciesLog Out (Pismon P)Back to Top

No comments:

Post a Comment