Sunday, August 18, 2019

প্রেম করছেন আমির কন্যা, ভিডিও দিলেন ইনস্ট্রাগ্রামে


বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা প্রেম করছেন। যদিও নিজের ব্যাপারে সবসময় গণমাধ্যমগুলো থেকে আড়ালে ছিলেন রিনা-আমিরের মেয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের প্রেমের খবর জানিয়েছেন। ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছেন নিজেদের নাচের ভিডিও।
ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রেমিকের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে নাচছেন তিনি। আবার দুজনার মধ্যে চলছে আলাপও।

ইরা খানের পরনে ছিল হলুদ টপ ও কালো শর্ট স্কার্ট, তার প্রেমিকের পরনে ছিল সাদা পোলো শার্ট ও কালো প্যান্ট।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে ইরা লিখেছেন, ‘আমি শুধু তোমার সঙ্গে ডান্স করতে চাই..।’
এই ভিডিও প্রকাশের আগে আরেক পোস্টে অবশ্য প্রেমিকের নাম জানিয়েছেন ইরা খান। মিশাল কৃপলানী নামে তরুণের সঙ্গে বেশ কিছুদিন ধরেই তাকে দেখা যাচ্ছে।
এর আগে বেশ কয়েকটি ছবি ভিডিওতে তাদের একসঙ্গে দেখা গেলেও এই প্রথম প্রেমিকের নাম সামনে আনলেন আমির কন্যা।

dainikamadershomoy.com

No comments:

Post a Comment