Monday, November 11, 2019

হৈমন্তী নবান্ন


কলমে- সুমন সাহা

উৎসব আমেজে সাজল বাংলা।
হৈমন্তী ধান কাটা শেষে-
অগ্রহায়ণ মাসে,
নতুন অন্নকে ঘিরে,
বাংলার ঘরে ঘরে জমকালো আয়োজন।
আমন ধানের, প্রথম ভাতের
ভোজন রসিক বাঙ্গালীর চিরাচরিত উৎসবে।

সোনালী ধানের শীষ আলতো আঁচর কাটে
কৃষাণির দ্রাবিড়ে।
সাজানো খরের কুঞ্জ কৃষকের
নবান্নের সম্মাননা স্মারক।

গোলা ভরা ধান,
কলসিতে আখের গুর,
পিঠাতে পিঠাতে বাংলা মসগুল।

হিন্দু বাড়ির উঠানে উঠানে বাড়ানের আয়োজন।
পিতৃপুরুষরা কাকের বেশে
যোগ দেয় প্রতি বছর এই নবান্নের উৎসবে।
নতুন অন্নের পরিতুষ্টি নিয়ে
আর্শিবাদ করে
ফিরে যায় আপন ভূবনে।

গ্রাম বাংলার প্রতিটি ঘরে,
নতুন ধানের নবান্ন আসুক-
সবার প্রাণে।

(বিঃ দ্রঃ প্রতিযোগিতারর জন্য নহে।
শুধুমাত্র পিডিএফ বইয়ের জন্য।)

No comments:

Post a Comment