Monday, November 11, 2019

সভ্যতা- সুমন সাহা

সুমন সাহা
"সভ্যতা"
১২/০৯/২০১৯

সময় গতিশীল,  সভ্যতা প্রগতিশীল!
যদি গতিশীলতার অর্থই হয় প্রগতি, উন্নতি;
তবে গতিহীন পাহাড়টাই আমার ভালো।

প্রগতি আর প্রহসনের দ্রবণে-
সভ্যতার বস্ত্র কাকের মুখে।
চুরি করা সাবান যেভাবে কাক চোখ বন্ধ করে
দূর্বাঘাসে লুকিয়ে ভাবে কেউ দেখেনি,
তেমনি চলছে সভ্যতার বস্ত্র হরণ।

উপরে পরিপাটি, ভিতরে শূণ্য হাড়ি।

চোখ বন্ধ করে,
সভ্যতার সভ্য অংশগ্রহনকারীদের
দলভুক্ত আমি নই।

এই দুটি চোখ না হয় অসভ্যই রয়ে গেল!

আমার না হয়,
ঐ পাহাড়টার সাথেই বন্ধুত্ব হলো;
আদিম গুহার মানুষ গুলো
সভ্যতার রঙে-ঢঙে গিরগিটি হয়ে গেছে।
আমি না হয় মানুষ নামের ঐ আদিম বর্বর প্রজাতিটাকেই গুহায় গুহায় খুজলাম।

তোমরা ভালো থেকো
তোমাদের সভ্য-সভ্যতায়।

(বিঃদ্রঃ প্রিয় কবি অনির কাকেদের শোষণ-২ এর উত্তর স্বরূপ )

No comments:

Post a Comment