Thursday, December 5, 2019

শুভ্রনীলা-৭ / কলমে- সুমন সাহা

শুভ্রনীলা-৭
কলমে- সুমন সাহা

পকেট মানির ঘটতি কিছুটা ঘুচাতে
সবার মতো আমিও মাঝে মাঝে
মেডিকেল কোচিং এ ক্লাস নেই।

এই সিজনে আমার প্রথম সেশন:
ক্লাসে ঢুকতেই চোখচোখ!

নিজেকে অনেকটা অপ্রস্তুত বোধ হলো।

মোটা ফ্রেমের চশমার ফোকর দিয়ে
কোন চিড়িয়াখানার জন্তুর মতো অবাক দৃষ্টিতে
আমাকে পর্যবেক্ষণ করছে।

আমার বুকের মধ্যে বয়ে চলেছে
গঙ্গা-যমুনার মিতাক্ষর শীতল বায়ু।

ক্লাস শেষে ডেকে পাঠালাম......
লাজুক আবেশে, আনত নয়নে এসে দাঁড়াল যেন
ভালোবাসার বৃষ্টি পরছে।

নাকের ডগার রক্তিম আভা আর
এলোমেলোভাবে বারংবার হাত মর্দন যেন
লজ্জাবতী কে হার মানিয়ে দিল।

নীলাঃ সর, আমাকে ডেকেছেন?
শুভ্রঃ হ্যাঁ, না মানে বসুন। তা স্টাডি কেমন চলছে?
নীলাঃ জ্বী স্যার, ভালো চলছে।
শুভ্রঃ কি খাবেন বলুন?
নীলাঃ না মানে আমাকে আপনি সম্ভোধন করছেন কেন?
শুভ্রঃ ওহ্ সরি! কি খাবে বল?
নীলাঃ সরি স্যার, বাড়ি যেতে হবে মা চিন্তা করবে।
অন্য একদিন।
শুভ্রঃ ঠিক আছে। তাহলে আগামী শুক্রবার বিকাল ৫ টায় কফি হাউজে।
নীলাঃ (অনেকটা ইতস্তঃত বোধ করে উত্তর না দিয়ে চলল, দরজায় পাশে ফিরে একটা মুচকি হাসিতে দৌর দিল। )

No comments:

Post a Comment